প্রথম দিনের শেষে তিন হারিয়ে ২৬৯ রান তোলে বাংলা। দ্বিতীয় দিনে অভিমন্যুর সঙ্গে ব্যাট করতে নামেন অধিনায়ক মনোজ। —ফাইল চিত্র
প্রথম দিনের শেষে মনে হয়েছিল বিরাট রান তুলবে বাংলা। অভিমন্যু ঈশ্বরনের শতরান তাদের সেই স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু দ্বিতীয় দিনে মনোজ তিওয়ারি খুব বেশি রান তুলতে পারলেন না। দ্বিতীয় দিনে মাত্র ১১৮ রানে ৭ উইকেট হারাল বাংলা। শাহবাজ় আহমেদ ছাড়া আর কেউই সে ভাবে রান পেলেন না। নিজের নামাঙ্কিত মাঠে অভিমন্যু করলেন ১৬৫ রান। বাংলার ৩৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে উত্তরাখণ্ড নিজেদের মাঠে ১০৪ রানে ৬ উইকেট হারিয়েছে।
প্রথম দিনের শেষে তিন হারিয়ে ২৬৯ রান তোলে বাংলা। দ্বিতীয় দিনে অভিমন্যুর সঙ্গে ব্যাট করতে নামেন অধিনায়ক মনোজ। ৬৩ বল খেললেও ১৫ রানের বেশি করতে পারেননি। দিনের শুরুর দিকে ধরে খেলার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বড় রান করতে পারলেন না। ক্রিজে জমে গিয়েও উইকেট দিলেন মনোজ। শাহবাজ় ৪০ রান করে অপরাজিত থেকে গেলেন। বাকিদের কেউই খুব বেশি রান করতে পারেননি। বাংলার ইনিংস শেষ হয় ৩৮৭ রানে।
উত্তরাখণ্ড ব্যাট করতে নামলে শুরু থেকেই উইকেট হারাতে থাকেন জীবনজ্যোৎ সিংহরা। এক সময় ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল উত্তরাখণ্ড। শাহবাজ়, আকাশ দীপ এবং প্রদীপ্ত প্রামাণিক দু’টি করে উইকেট নেন। কিন্তু শেষ বেলায় উত্তরাখণ্ডের দুই ব্যাটার কুণাল চান্ডেলা এবং অখিল রাওয়াত দলের ভাঙন আটকে দেন। তাঁরা দু’জন মিলে ৫৬ রান যোগ করেন। সেই সঙ্গে উইকেট পড়তে না দিয়ে তৃতীয় দিনের সকালে লড়াইয়ের সুযোগ তৈরি করে রাখলেন। বাংলার থেকে এখনও ২৮৩ রানে পিছিয়ে রয়েছে উত্তরাখণ্ড। বাংলা চাইবে দ্রুত উত্তরাখণ্ডের ১০ উইকেট ফেলে প্রথম ইনিংসে লিড নিতে। সেই সঙ্গে সরাসরি জয়ের চেষ্টাও করবেন মনোজরা।