bengal cricket

Ranji Trophy 2021-22: আইপিএল শেষ হলেই রঞ্জির নক আউট, ঘরের মাঠে হয়তো খেলা হবে না বাংলার

গ্রুপ পর্বে দাপটের সঙ্গে তিনটি ম্যাচই জিতেছিল বাংলা। বরোদা, হায়দরাবাদ এবং চণ্ডীগড়ের সঙ্গে এলিট গ্রুপ বি-তে ছিল তারা। তিনটি ম্যাচই জিতেছে বাংলা। প্রথম ম্যাচে বরোদার বিরুদ্ধে জয়ের পরেই বাংলার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। প্রাক্তন অধিনায়ক এবং বাংলার অভিজ্ঞ ক্রিকেটার মনোজ তিওয়ারি দলকে সাহায্য করছেন ব্যাটে, বলে এবং অভিজ্ঞতায়।

Advertisement

শান্তনু ঘোষ

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ১৭:০৯
Share:

গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতে নেয় বাংলা। ছবি: সিএবি

আইপিএল শেষ হবে ২৯ মে। তার পর জুন মাসের প্রথম সপ্তাহেই সাদা বল ছেড়ে লাল বলের খেলায় নেমে পড়বে ভারতের ঘরোয়া ক্রিকেটাররা। সেই সময় রঞ্জির কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। বেঙ্গালুরুতে হতে পারে সেই ম্যাচ। বোর্ডের তরফে এখনও কোনও দিন ঘোষণা করা হয়নি।

আইপিএলের আগে রঞ্জির গ্রুপ পর্বের খেলা হয়েছিল। আটটি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। বাংলা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, মুম্বই, উত্তরাখন্ড, পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড শেষ আটে গিয়েছে। এই দলগুলির মধ্যে সব চেয়ে বেশি পয়েন্ট রয়েছে বাংলার। সবার নীচে ঝাড়খণ্ড। সূত্রের খবর, এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে পারে কোয়ার্টার ফাইনালে।

Advertisement

গ্রুপ পর্বে দাপটের সঙ্গে তিনটি ম্যাচই জিতেছিল বাংলা। বরোদা, হায়দরাবাদ এবং চণ্ডীগড়ের সঙ্গে এলিট গ্রুপ বি-তে ছিল তারা। তিনটি ম্যাচই জিতেছে বাংলা। প্রথম ম্যাচে বরোদার বিরুদ্ধে জয়ের পরেই বাংলার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। প্রাক্তন অধিনায়ক এবং বাংলার অভিজ্ঞ ক্রিকেটার মনোজ তিওয়ারি দলকে সাহায্য করছেন ব্যাটে, বলে এবং অভিজ্ঞতায়।

বাংলার শাহবাজ আহমেদ এবং আকাশ দীপ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন। শাহবাজ দুরন্ত ছন্দে রয়েছেন এবং আরসিবি দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। পঞ্জাব কিংস দলে রয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায় এবং ঈশান পোড়েল। তাঁরা এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলার সুযোগ না পেলেও দলের সঙ্গে থেকে অভিজ্ঞতা অর্জন করছেন। গুজরাত দলে রয়েছেন বাংলার দুই অভিজ্ঞ সেনাপতি ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি। তাঁরা নকআউট পর্বে খেলবেন কি না তা যদিও স্পষ্ট নয়।

Advertisement

গ্রুপ পর্বে ভাল খেলা অভিষেক পোড়েল ব্যস্ত বয়স ভিত্তিক খেলায়। অভিমন্যু বাংলাদেশে গিয়ে ক্রিকেট খেলে এসেছেন। যাঁরা কলকাতায় রয়েছেন তাঁরাও অনুশীলন করছেন। সকলেই খেলার মধ্যে রয়েছেন। তাই জুন মাসের প্রথম সপ্তাহে খেলতে নামতে কোনও অসুবিধা হবে না বলে মনেই করছেন বাংলার ক্রিকেটাররা। রঞ্জির নক আউট পর্বে নামার আগে মন সতেজ রাখতে অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়রা মাঝের এই সময়ের মধ্যে বেড়াতে গিয়েছিলেন।

গ্রুপ পর্বের ছন্দ নক আউটেও ধরে রাখতে চাইবে বাংলা। ক্রিকেটাররা খেলার মধ্যেই রয়েছেন তাই ছন্দ ধরে রাখা নিয়ে চিন্তিত নয় তারা। রঞ্জি জয়ের লক্ষ্যে মনোজ তিওয়ারি মন্ত্রিত্ব সামলেও মাঠে নেমেছেন এবং দলের জয়ের পিছনে অবদান রেখেছেন। নিজের সেই স্বপ্ন সত্যি করতে চাইবেন বাংলার প্রাক্তন অধিনায়ক। নক আউট পর্বেও যে বাংলার ক্রিকেটাররা নিজেদের উজার করে দেবেন তা স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement