MS Dhoni

IPL 2022: ধোনির কোন পরামর্শে বুমরাকে চার মেরে দলকে লড়াইয়ে রাখেন প্রিটোরিয়াস

রোহিত শর্মাদের করা ১৫৫ রান তাড়া করতে নেমে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে ধোনিকে। শেষ চার বলে ১৬ রান দরকার ছিল চেন্নাইয়ের। শেষ বলে দরকার ছিল চার রান। জয়দেব উনাদকাটকে চার মেরে দলকে জিতিয়ে দেন ধোনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ১৫:৫৭
Share:

ধোনি-প্রিটোরিয়াস জুটিতে ভর করে জয় এসেছে চেন্নাই সুপার কিংসের। ছবি: আইপিএল

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনি ও ডোয়েন প্রিটোরিয়াসের জুটিতে ভর করে জয় এসেছে চেন্নাই সুপার কিংসের। শেষ ওভারে ধোনি ধমাকার আগে বেশ কয়েকটি বড় শট খেলেন প্রিটোরিয়াস। তার মধ্যে জসপ্রীত বুমরার এক ওভারে দু’টি চার মারেন তিনি। সেই চার মারার আগে ধোনির পরামর্শ কাজে দিয়েছিল বলে জানিয়েছেন প্রিটোরিয়াস।

Advertisement

ধোনির সঙ্গে সপ্তম উইকেটের জন্য ৩৩ রানের জুটি বাঁধেন প্রিটোরিয়াস। তার মধ্যে ২২ রান করেন তিনি। ম্যাচের ১৯তম ওভারে উইকেট থেকে সরে পিছন দিকে বুমরাকে একটি চার মারেন প্রিটোরিয়াস। সেই চারের ফলে লক্ষ্য শেষ ওভারে দাঁড়ায় ১৭। ম্যাচ শেষে প্রিটোরিয়াস বলেন, ‘‘আমি বুমরার প্রথম ওভারেই পিছনের দিকে ওই শট খেলতে চেয়েছিলাম। কিন্তু ধোনি আমাকে থামতে বলে। বুমরার পরের ওভারে আমি আবার ওই শট খেলার কথা বলি। তখন ধোনি জানায় শেষ বলে মারতে। সেটাই করি।’’

শেষ ওভারে ধোনি যে ভাবে দলকে জিতিয়েছেন তার প্রশংসা শোনা গিয়েছে প্রিটোরিয়াসের মুখে। তিনি বলেন, ‘‘অপূর্ব ব্যাটিং। এ ভাবে অনেক ম্যাচ ধোনি শেষ মুহূর্তে জিতিয়েছে। সেটা আবার ও করে দেখাল।’’

Advertisement

রোহিত শর্মাদের করা ১৫৫ রান তাড়া করতে নেমে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে ধোনিকে। শেষ চার বলে ১৬ রান দরকার ছিল চেন্নাইয়ের। শেষ বলে দরকার ছিল চার রান। জয়দেব উনাদকাটকে চার মেরে দলকে জিতিয়ে দেন ধোনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement