BCCI

BCCI: বয়স ভাঁড়িয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জায়গা করে নিয়েছিলেন রাজবর্ধন! অভিযোগ মহারাষ্ট্রে

অভিযোগ পেলেও বিসিসিআই-এর তরফে কোনও পদক্ষেপ এখনই নেওয়া হচ্ছে না। বয়সভিত্তিক খেলার জন্য হাড়ের পরীক্ষা করা হয়। বিসিসিআই সূত্রে খবর, ২০১৬-১৭ সালে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে খেলার সময় রাজবর্ধনের ওই পরীক্ষায় আসা বয়সের সঙ্গে কাগজপত্র ঠিক ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৫
Share:

মহারাষ্ট্রের তুলজাপুর শহরে থাকেন রাজবর্ধন। —ফাইল চিত্র

ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পিছনে বড় ভূমিকা ছিল রাজবর্ধন হাঙ্গারগেকরের। সেই তরুণ অলরাউন্ডারের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ তুলল মহারাষ্ট্রের ক্রীড়ামন্ত্রক। সেই নিয়ে বিসিসিআই-এর সচিব জয় শাহ-কে চিঠি দিয়েছে তারা।

মহারাষ্ট্রের ক্রীড়া এবং যুব কল্যাণ আধিকারিক ওম প্রকাশ বাকোরিয়া চিঠিতে লেখেন, ‘রাজবর্ধন হাঙ্গারগেকর যা করেছে, তা খেলার নীতিবিরুদ্ধ। খেলার স্বচ্ছতা নষ্ট করেছে এবং দেশের সম্মান নষ্ট হতে পারে। সেই কারণে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।’

Advertisement

মহারাষ্ট্রের তুলজাপুর শহরে থাকেন রাজবর্ধন। বাকোরিয়ার অভিযোগ অনুযায়ী, জেলা পরিষদের তদন্তে উঠে এসেছে রাজবর্ধনের জন্ম তারিখ ১০ জানুয়ারি, ২০০১ থেকে পাল্টে ১০ নভেম্বর, ২০০২ করা হয়েছে। বাকোরিয়া লেখেন, ‘প্রধান শিক্ষককে যদি কোনও কারণে অন্য জন্ম তারিখ লিখতে হয়, সে ক্ষেত্রে জেলার শিক্ষা-আধিকারিকের অনুমতি নিতে হয়। কিন্তু তেরনা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক এমন কোনও অনুমতি না নিয়েই রাজবর্ধনের জন্ম তারিখ ১০ জানুয়ারি, ২০০১ থেকে পাল্টে ১০ নভেম্বর, ২০০২ করে দেন।’

অভিযোগ সত্যি হলে অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতার সময় রাজবর্ধনের বয়স ২১ বছর ছিল। এ বারের আইপিএল-এর নিলামে তাঁকে দেড় কোটি টাকা দিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে এই বিষয় এখনও পর্যন্ত রাজবর্ধনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

অভিযোগ পেলেও বিসিসিআই-এর তরফে কোনও পদক্ষেপ এখনই নেওয়া হচ্ছে না। বয়সভিত্তিক খেলার জন্য হাড়ের পরীক্ষা করা হয়। বিসিসিআই সূত্রে খবর, ২০১৬-১৭ সালে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে খেলার সময় রাজবর্ধনের ওই পরীক্ষায় আসা বয়সের সঙ্গে কাগজপত্র ঠিক ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement