IPL 2025

আইপিএলের পিচ প্রস্তুতির কারণে সরানো হল রঞ্জির ম্যাচ, ঘরোয়া ক্রিকেটে হঠাৎই বিতর্ক

হঠাৎই ঘরোয়া ক্রিকেটকে খাটো করে দেখার অভিযোগ উঠেছে রাজস্থান ক্রিকেট সংস্থার বিরুদ্ধে। ছাড় পাচ্ছে না ভারতীয় বোর্ডও। আইপিএলের পিচ তৈরি করার কারণে রাজস্থানের ম্যাচ জয়পুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫৬
Share:

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

এক দিকে ভারতীয় ক্রিকেট বোর্ড তারকা ক্রিকেটারদের বলছে ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতে। অন্য দিকে আইপিএলের প্রস্তুতির জন্য ঘরোয়া ক্রিকেটের ম্যাচই সরিয়ে দিতে হচ্ছে অখ্যাত স্টেডিয়ামে। বৃহস্পতিবার হঠাৎই ঘরোয়া ক্রিকেটকে খাটো করে দেখার অভিযোগ উঠেছে রাজস্থান ক্রিকেট সংস্থার বিরুদ্ধে। ছাড় পাচ্ছে না ভারতীয় বোর্ডও। আইপিএলের পিচ তৈরি করার কারণে রাজস্থানের ম্যাচ জয়পুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ খেলে রাজস্থান রয়্যালস। ঘরোয়া ক্রিকেটে সেই মাঠেই খেলে রাজস্থান। অথচ বৃহস্পতিবার থেকে বিদর্ভের সঙ্গে রাজস্থানের ম্যাচ থাকলেও সেটি সওয়াই মানসিংহ স্টেডিয়ামে হচ্ছে না। জয়পুর শহরের প্রান্তে কেএল সাইনি স্টেডিয়ামে হচ্ছে। সেই স্টেডিয়ামে শেষ বার প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে ২০১২ সালের ডিসেম্বরে।

রাজস্থান ক্রিকেট সংস্থার কথাতেও তৈরি হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, সওয়াই মানসিংহ স্টেডিয়াম থেকে ম্যাচ সরানোর ভাবনাচিন্তা হয়েছিল বেশ কয়েকটি বৈঠকের পরেই। সংস্থার এক কর্তা একটি ওয়েবসাইটে বলেছেন, “রাজ্যের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সওয়াই মানসিংহ স্টেডিয়ামে হয়ে থাকে। যে হেতু রঞ্জির ম্যাচও একই সময়ে পড়েছে, তাই ম্যাচটা উদয়পুর বা জোধপুরে সরিয়ে দিতে চেয়েছিলাম।”

Advertisement

এর পরেই রাজস্থান সরকার জানায়, প্রথম বার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান রাজধানী থেকে সরিয়ে উদয়পুরে করা হবে। এতে ক্রিকেট সংস্থা বিপদে পড়ে যায়। ওই কর্তার দাবি, “আমরা কয়েক সপ্তাহ আগে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জানতে পারি। তার পরে ক্রিকেট দলের ম্যাচ জয়পুরে ফেরানোর সিদ্ধান্ত নিই। তবে তত দিনে আইপিএলের প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের কিছু করার ছিল না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement