BGT 2024-25

অস্ট্রেলিয়ায় গোলাপি বলে ভারতের প্রস্তুতিতে কাঁটা বৃষ্টি, চোট সারিয়ে ফিরে প্রত্যয়ী শুভমন

অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলের টেস্টে ভারতের রেকর্ড খুব একটা ভাল নয়। এ বার অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে নামার আগে তারা ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল গোলাপি বলে। তবে প্রস্তুতি ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৯:০৪
Share:

অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের প্রস্তুতির একটি মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলের টেস্টে ভারতের রেকর্ড খুব একটা ভাল নয়। গত বারই অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হয়েছিল তারা। এ বারও অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে নামার আগে তাঁরা ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল গোলাপি বলে। তবে শনিবার থেকে হতে চলা দু’দিনের প্রস্তুতি ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। বিঘ্ন হতে পারে ভারতের অনুশীলন।

Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ১০০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ম্যাচের কোনও না কোনও সময়ে বৃষ্টি হবেই। তবে রবিবারের পূর্বাভাস একটু ভাল। সে দিন ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। ফলে একটুও হলে প্রস্তুতি হতে পারে বিরাট কোহলিদের।

অ্যাডিলেড টেস্টের আগে শক্তিশালী হয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা তো দলে যোগ দিয়েছেনই। পাশাপাশি চোট সারিয়ে ফিরে এসেছেন শুভমন গিলও। শুক্রবার শুভমনকে জোরকদমে অনুশীলন করতে দেখা গিয়েছে। থ্রোডাউনের বিরুদ্ধে খেলেছেন। এর পর সহকারী কোচ রায়ান টেন দুশখাতে শুভমনের রক্ষণ ঠিক করে দিয়েছেন।

Advertisement

ভারতীয় বোর্ডের পোস্ট করা ভিডিয়োয় শুভমন বলেছেন, “প্রথম দিন অনুশীলনে নেমেছি। মাঠের পরিবেশ অনুভব করার চেষ্টা করছিলাম। কোনও রকম ব্যথা এখনও রয়েছে কি না সেটা দেখে নিচ্ছিলাম। তবে আমি এবং কমলেশ ভাই (ফিজিয়ো) যা আশা করেছিলাম তার থেকে ভালই আছি। ফিটনেস নিয়ে আমি খুশি।”

২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে পার্‌থের অপ্টাস স্টেডিয়ামে খেলতে পারেননি শুভমন। এ বারও না পারায় হতাশ হয়ে পড়েছিলেন। শুভমনের কথায়, “চোটের কথা জানতে পারার পর প্রথম দু’দিন খুব হতাশ ছিলাম। শেষ বার আসার সময় পার্‌থই একমাত্র মাঠ ছিল যেখানে খেলা হয়নি আমার। এ বার দারুণ স্টেডিয়ামটায় খেলার জন্য মুখিয়ে ছিলাম। সেটা হয়নি। তবে দল যে ভাবে খেলেছে তাতে খুব খুশি হয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement