IPL 2025

আইপিএলে বেঙ্গালুরুর অধিনায়ক কে? জানিয়ে দিলেন প্রাক্তনী ডিভিলিয়ার্স

গত তিন বছর দলকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই ফাফ ডুপ্লেসিকে এ বার ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু। তা হলে কাকে অধিনায়ক হিসাবে দেখা যাবে? উত্তর দিয়েছেন দলের প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৮:০১
Share:

বেঙ্গালুরুতে খেলার সময় ডিভিলিয়ার্স। ছবি: সমাজমাধ্যম।

গত তিন বছর দলকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই ফাফ ডুপ্লেসিকে এ বার ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু। এমন কোনও ক্রিকেটারকেও মহা নিলামে কেনেনি যাঁরা ভবিষ্যতে দলকে নেতৃত্ব দিতে পারেন। তা হলে কি আবার বিরাট কোহলিকে অধিনায়ক হিসাবে দেখা যাবে? উত্তর দিয়েছেন দলের প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স।

Advertisement

তিনি নাম নিয়েছেন কোহলিরই। ডিভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী সত্যি হলে তিন বছর পর আবার বেঙ্গালুরুর নেতৃত্বে দেখা যেতে পারে কোহলিকে। ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি। তাঁর অধীনে ২০১৬ সালে ফাইনালও খেলে দল। ২০২৩ সালেও কোহলিকে তিনটি ম্যাচে টস করতে দেখা গিয়েছিল।

নিজের ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স বলেছেন, “বিরাট কোহলিই অধিনায়ক হবে মনে হচ্ছে। যদিও এখনও বিষয়টা নিশ্চিত হয়নি। তবে ওদের দলের দিকে তাকালে কোহলি ছাড়া আর কারও নাম মাথায় আসছে না।”

Advertisement

এখনও পর্যন্ত কোহলি ১৪৩টি ম্যাচে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৬৬টি এবং হেরেছেন ৭০টি ম্যাচ। আইপিএলে একটি দলের হয়ে সবচেয়ে বেশি মরসুম খেলার নজির রয়েছে কোহলিরই। ১৭টি মরসুম খেলেছেন তিনি। পরের তিন বছর সেই নজির আরও বাড়ানোর সুযোগ রয়েছে তাঁর কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement