Hardik Pandya

Hardik Pandya: আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিরাট দুশ্চিন্তা হার্দিকদের

রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। সেই ম্যাচের আগে চিন্তা তৈরি হল ভারতীয় শিবিরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ১৬:৩৬
Share:

হার্দিকদের দুশ্চিন্তা ফাইল ছবি

রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। প্রথম বার হার্দিক পাণ্ড্যের অধীনে খেলতে নামবে দল। তবে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। খলনায়ক হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। আয়ারল্যান্ডে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা।

Advertisement

স্থানীয় সময় বিকেল চারটে থেকে শুরু ম্যাচ। ভারতীয় সময়ে তা শুরু হবে রাত ন’টা থেকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের দিকে বৃষ্টি নামার ৭০ শতাংশ সম্ভাবনা। রাতের দিকে সেই সম্ভাবনা ১০০ শতাংশ। অর্থাৎ ধরেই নেওয়া যায় যে বৃষ্টি এসে বিঘ্ন ঘটাতে পারে ম্যাচে। ফলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের আগে একেবারেই নিশ্চিন্তে থাকা যাচ্ছে না।

এর আগে ২০১৮-য় আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। সে বার ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এ বারও সিরিজ হবে দু’টি ম্যাচের। এই সিরিজে ভারতের দ্বিতীয় সারির দল খেলতে নামবে। তবে পরিস্থিতির বিচারে এই সিরিজ ভারতের কাছে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কারা সুযোগ পাবেন, তা দেখে নেওয়া হতে পারে। উমরান মালিক এবং অর্শদীপ সিংহের মতো তরুণ ক্রিকেটারের এই সিরিজে খেলার সম্ভাবনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement