রাহুল দ্রাবিড়। — ফাইল চিত্র।
বড় ছেলে সমিত দ্রাবিড় আগেই শিরোনামে এসেছেন। রাহুল দ্রাবিড়ের ছোট ছেলেও ক্রিকেট মাঠে কারও থেকে কম যায় না। শুক্রবার বিজয় মার্চেন্ট ট্রফিতে কর্ণাটককে তিন পয়েন্ট এনে দিল অন্বয় দ্রাবিড়। ঝাড়খন্ডের বিরুদ্ধে অপরাজিত শতরান করেছে সে। অন্ধ্রপ্রদেশের মুলাপাড়ুতে ম্যাচটি ড্র হয়েছে।
চার নম্বরে ব্যাট করতে নেমেছিল অন্বয়। ১০০ রানে অপরাজিত থেকেছে সে। ১৫৩টি বল খেলেছে। অন্বয়ের ইনিংসে রয়েছে ১০টি চার এবং ২টি ছয়। ১২৩.৩ ওভারে ৪৪১/৪ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করেছে কর্ণাটক। তৃতীয় উইকেটে স্যমন্তক অনিরুদ্ধের (৭৬) সঙ্গে ১৬৭ রানের জুটি গড়েছে অন্বয়। তার পর সুকুর্ত জে-র সঙ্গে ৪৩ রান যোগ করেছে চতুর্থ উইকেটে। ঝাড়খন্ড আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৮৭ রানে অল আউট হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে তিন পয়েন্ট পেয়েছে কর্ণাটক।
গত বছর কর্ণাটকের অনূর্ধ্ব-১৪ দলকে নেতৃত্ব দিয়েছিল অন্বয়। সম্প্রতি অনূর্ধ্ব-১৬ আন্তঃআঞ্চলিক ম্যাচে বেঙ্গালুরু জ়োনের হয়ে দ্বিশতরান করেছে। অন্বয়ের দাদা সমিত অলরাউন্ডার। দু’মাস আগে তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন।