Rahul Dravid

বিশ্বকাপের আগে খুশির খবর রাহুল দ্রাবিড়ের ঘরে, কী হল ভারতীয় দলের কোচের?

বিনু মাঁকড় ট্রফির জন্য কর্নাটকের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেলেন দ্রাবিড়ের বড় ছেলে সমিত। এই প্রথম তিনি অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেলেন। তাঁর ছোট ছেলে অনূর্ধ্ব ১৪ দলের অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৫
Share:

রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র।

কর্নাটকের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেলেন সমিত দ্রাবিড়। তিনি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের বড় ছেলে। হায়দরাবাদে বিনু মাঁকড় ট্রফির জন্য দলে সুযোগ পেয়েছেন তিনি। দ্রাবিড়ের ছোট ছেলেও বয়সভিত্তিক রাজ্য দলের নিয়মিত সদস্য।

Advertisement

দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড় কর্নাটকের অনূর্ধ্ব ১৪ দলের অধিনায়ক। বড় ছেলে ১৮ বছরের সমিত ডাক পেলেন অনূর্ধ্ব ১৯ দলে। ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত হায়দরাবাদে হবে বিনু মাঁকড় ট্রফি। সেই প্রতিযোগিতার জন্য এই প্রথম কর্নাটকের অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেলেন। রঞ্জি ট্রফিতে অভিষেকের আগে ভারতীয় দলের কোচও কর্নাটকের অনূর্ধ্ব ১৫, ১৭ এবং ১৯ দলের হয়ে খেলেছিলেন। তাঁর পথ ধরেই এগোচ্ছে ছেলেরা।

বিনু মাঁকড় ট্রফিতে দ্রাবিড় অবশ্য বড় ছেলের খেলা দেখার সুযোগ পাবেন না। সে সময় তিনি ব্যস্ত থাকবেন এক দিনের বিশ্বকাপে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। এখন দ্রাবিড় ব্যস্ত রয়েছেন ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে। বিশ্বকাপের আগে এই সিরিজ়ই পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ। বেছে নিতে হবে সেরা প্রথম একাদশও। স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে ছেলেদের ক্রিকেট নিয়ে ভাবার খুব একটা সময় পাবেন না দ্রাবিড়। হয়তো ফোনে কিছু পরামর্শ দিতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement