আফগানিস্তান দল। ছবি: পিটিআই।
বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ভাল খেলে মন জয় করেছে আফগানিস্তান। চারটি ম্যাচে জিতেছে তারা। এ বার সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছেন দলের ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ়। দীপাবলীর আগে আমদাবাদের ফুটপাতবাসীদের উপহার দিয়েছেন তিনি। সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে কলকাতা নাইট রাইডার্স সমাজমাধ্যমের পেজে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমদাবাদে খেলেছে আফগানিস্তান। সেই ম্যাচে হেরে গিয়েছে তারা। ফলে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হয়নি। কিন্তু সেই ম্যাচের পরে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দেখা গিয়েছে, গুরবাজ় রাত ৩টের সময় আমদাবাদের রাস্তায় ঘোরাঘুরি করছেন। ফুটপাতে যাঁরা শুয়ে রয়েছে তাঁদের পাশে গিয়ে নগদ অর্থ রেখে আসছেন তিনি। সেই ভিডিয়োয় সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে পোস্ট করা হয়েছে কেকেআরের তরফে। তারাই জানিয়েছে, ওই ভিডিয়োটি তুলেছেন আরজে লভ শাহ।
বিশ্বকাপের শুরুর দিকে কয়েকটি ম্যাচে রান পেয়েছিলেন কেকেআরের ব্যাটার গুরবাজ়। তবে পরের দিকে তাঁর ব্যাটে ছন্দ ছিল না। বিশ্বকাপে ৯টি ইনিংসে ২৮০ রান করেছেন তিনি। তবে আফগানিস্তান ৯টি ম্যাচের মধ্যে ৪টি জিতে চমকে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জন করে নিয়েছে তারা।