NCC Cricket Tournament

এনসিসি ক্রিকেটে চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর ড্রাগন্স, ফাইনালে হারাল আলিপুরদুয়ার থান্ডার্সকে

এনসিসি ক্রিকেট প্রতিযোগিতায় জিতল পূর্ব মেদিনীপুর ড্রাগন্স। শনিবার বীরভূমের সুরিতে ফাইনালে তারা ৫ উইকেটে হারিয়ে দিল আলিপুরদুয়ার থান্ডার্সকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ২১:২৩
Share:

চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে পূর্ব মেদিনীপুর দল। ছবি: সংগৃহীত।

এ বছরের এনসিসি ক্রিকেট প্রতিযোগিতায় জিতল পূর্ব মেদিনীপুর ড্রাগন্স। শনিবার বীরভূমের সুরিতে ফাইনালে তারা ৫ উইকেটে হারিয়ে দিল আলিপুরদুয়ার থান্ডার্সকে। ২০ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ১৬২-৫ তোলে আলিপুরদুয়ার। জবাবে পাঁচ উইকেট এবং সাত বল বাকি থাকতেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পূর্ব মেদিনীপুর।

Advertisement

সুরির এমজিআর স্পোর্টস অ্যাকাডেমি মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আলিপুরদুয়ারের অধিনায়ক ভরত নাগ। প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক প্রবীর সূত্রধর ওপেন করেন দিবাকর ছেত্রীর সঙ্গে। প্রথম উইকেটেই উঠে যায় ৫৪ রান। দিবাকর ফিরলেও প্রবীর আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। ১১তম ওভারে শুভ্রদীপ ভৌমিককে চার মেরে ৪০ বলে অর্ধশতরান করেন। তবে ৪৭ বলে ৬৯ করে আউট হয়ে যান। পরের দিকে শুভদীপ শর্মার ১৬ বলে ২৭ রানের সৌজন্যে দেড়শোর গন্ডি পেরোয় আলিপুরদুয়ার।

পূর্ব মেদিনীপুর শুরুতেই দু’টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। কিন্তু সৌম্যদীপ সামন্তর ২৪ বলে ৪০ রান এবং শুভ গুছাইতের ৪৬ বলে ৭১ রান তাদের জিতিয়ে দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement