India tour of South Africa 2024

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির সম্ভাব্য একাদশ, জায়গা নেই কেকেআরের ক্রিকেটারের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে ভারত। শুক্রবার প্রথম ম্যাচ। সেই ম্যাচের প্রথম একাদশে কোন কোন ক্রিকেটার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ০৯:৩৩
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া সফরের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই দুই দল খেলেছিল। তার পর আবার মুখোমুখি তারা। শুক্রবার প্রথম ম্যাচ। সেই ম্যাচের প্রথম একাদশে কোন কোন ক্রিকেটার? সুযোগ পাবেন কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিংহ?

Advertisement

অভিষেক শর্মা: ওপেনার হিসাবে দলে রয়েছেন অভিষেক। তিনি স্পিন বলও করতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর জায়গা পাকা। দলে ওপেনার হিসাবে তিনিই একমাত্র রয়েছেন। ফলে অভিষেকের বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক): অভিষেকের সঙ্গে ওপেন করবেন সঞ্জু। সাধারণত ওপেন করেন না তিনি। কিন্তু ভারতীয় দলে তাঁকে ওপেনার হিসাবেই খেলানো হচ্ছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাঁকে। সফল হতে পারলে আগামী দিনে তাঁকেই ওপেনার হিসাবে খেলাবে ভারত।

Advertisement

সূর্যকুমার যাদব: দলের অধিনায়ক সূর্যকুমার। তিনি তিন নম্বরে খেলবেন। দলের অন্যতম ভরসা সূর্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাঁর নেওয়া ক্যাচ ম্যাচ এনে দিয়েছিল ভারতকে। সেই দলের বিরুদ্ধে খেলতে নামবে সূর্যের দল।

তিলক বর্মা: অলরাউন্ডার হিসাবে জায়গা পেতে পারেন তিলক। ব্যাট হাতে তিনি যেমন কার্যকরী, তেমনই দক্ষিণ আফ্রিকার পিচে কাজে লাগবে তাঁর মিডিয়াম পেস। চার নম্বরে ব্যাট করতে পারেন তিনি।

হার্দিক পাণ্ড্য: এক সময় হার্দিককে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছিল। এখন দলে অলরাউন্ডার হিসাবে খেললেও তাঁর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ব্যাটে, বলে দলের অন্যতম ভরসা হার্দিক।

রিঙ্কু সিংহ: ফিনিশার হিসাবে দলের দায়িত্ব থাকবে রিঙ্কুর কাঁধে। দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাতেও পারেন তিনি। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেতে পারে রিঙ্কুকে।

অক্ষর পটেল: স্পিনার-অলরাউন্ডার হিসাবে দলে জায়গা পেতে পারেন অক্ষর। প্রয়োজনে উপরের দিকে ব্যাট করতে পারেন, আবার বল হাতে জুটিও ভাঙতে পারেন। তাঁর মতো বোলারকে যে কোনও দলেই খেলানো যেতে পারে।

আবেশ খান: দক্ষিণ আফ্রিকায় ভারত তিন পেসার নিয়ে খেলতে পারে। সে ক্ষেত্রে জায়গা পেতে পারেন আবেশ। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের এই সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই সুযোগ পাবেন আবেশেরা।

আরশদীপ সিংহ: দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে আরশদীপের উপর। বাঁহাতি পেসার টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট সফল। বিশেষ করে ডেথ ওভারে কার্যকরী তিনি।

বরুণ চক্রবর্তী: স্পিনার বরুণকে কাজে লাগাতে পারে দল। দক্ষিণ আফ্রিকার পিচে স্পিনারেরা খুব সুবিধা পান না। তবে বরুণকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে এনেছেন গম্ভীর। তাই সুযোগ পাওয়ার পাল্লা ভারী বরুণের।

যশ দয়াল: তৃতীয় পেসার হিসাবে দলে থাকতে পারেন যশ। আরশদীপের মতো তিনিও বাঁহাতি পেসার। অনেক দিন পর দুই বাঁহাতি পেসার নিয়ে খেলতে পারে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement