রোহিত শর্মা। —ফাইল চিত্র
সিরিজ় বাঁচানোর শেষ সুযোগ। জিততেই হবে ভারতকে। প্রথম টেস্টে যে ভাবে ইনিংস ও ৩২ রানে তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে সেই ধাক্কা সামলে ফেরা বেশ কঠিন। সেই জন্য ভারতীয় দলে অন্তত তিনটি বদল হতে পারে। বিশেষ করে দলের বোলিং আক্রমণ বদলাতে পারে দ্বিতীয় টেস্টে। কেমন হতে পারে রোহিত শর্মাদের প্রথম একাদশ?
রোহিত শর্মা— দলের অধিনায়ক। প্রথম টেস্টে দু’ইনিংস মিলিয়ে মাত্র ৫ রান করলেও দ্বিতীয় টেস্টে খেলবেন তিনি। তবে ভারতকে জিততে হলে রোহিতকে কেপ টাউনে ভাল শুরু করতে হবে।
যশস্বী জয়সওয়াল— এই তরুণ ওপেনারও দাগ কাটতে পারেননি। দু’ইনিংস মিলিয়ে ২২ রান করেছেন। তবে নিজের প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে আরও একটি সুযোগ পাবেন যশস্বী।
শুভমন গিল— ভারতের আরও এক ভরসার জায়গা প্রথম টেস্টে রান পাননি। দু’ইনিংস মিলিয়ে করেছিলেন ২৮। তিনি দলে থাকবেন। তবে রোহিত, যশস্বীর মতো তাঁকেও ব্যাট হাতে সামলাতে হবে।
বিরাট কোহলি— প্রথম টেস্টে তাঁকে ভাল দেখিয়েছে। দু’ইনিংস মিলিয়ে ১১৪ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে গোটা দল ব্যর্থ হলেও তিনি ৭৬ রান করেছেন। সেই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন বিরাট।
শ্রেয়স আয়ার— মিডল অর্ডারে দুর্বল দেখিয়েছে শ্রেয়সকে। প্রথম টেস্টে দু’ইনিংস মিলিয়ে করেছেন ৩৭ রান। দ্বিতীয় টেস্টেও খেলবেন তিনি। বিরাটের সঙ্গে মিডল অর্ডারকে সামলানোর দায়িত্ব থাকবে শ্রেয়সের কাঁধে।
লোকেশ রাহুল— প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করেছেন। বিরাট ছাড়া একমাত্র রাহুলই ভরসা দেখিয়েছেন। দু’ইনিংস মিলিয়ে তাঁর রান ১০৫। দ্বিতীয় টেস্টে ভাল করার চেষ্টা করবেন তিনি।
রবীন্দ্র জাডেজা— পিঠের ব্যথায় শেষ মুহূর্তে প্রথম টেস্টে খেলতে পারেননি। বদলে রবিচন্দ্রন অশ্বিন খেলেছিলেন। তিনি ব্যর্থ। দু’ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ৮ রান করেছেন। নিয়েছেন মাত্র ১ উইকেট। তাই দ্বিতীয় টেস্টে জাডেজার দলে ফেরা পাকা। বসতে হবে অশ্বিনকে।
যশপ্রীত বুমরা— প্রথম টেস্টে ভাল খেলেছেন। ৪ উইকেট নিয়েছেন। তাঁর বল খেলতে সমস্যায় পড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। দ্বিতীয় টেস্টেও তিনি বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন।
মহম্মদ সিরাজ— বুমরার পাশে সিরাজ়ও ভাল খেলেছেন। ২ উইকেট নিয়েছেন। দ্বিতীয় টেস্টেও বুমরার পাশে নতুন বল হাতে তাঁকেই দেখা যাবে।
মুকেশ কুমার— প্রথম টেস্টে ছিলেন না। অলরাউন্ডার হিসাবে শার্দূল ঠাকুরকে নেওয়া হয়েছিল। শার্দূল ব্যর্থ। এক জন ভাল পেসারের অভাব বোধ করেছে ভারত। দ্বিতীয় টেস্টের আগে নেটে মুকেশের বলে ৪৫ মিনিট ব্যাট করেছেন রোহিত। তার থেকেই স্পষ্ট দ্বিতীয় টেস্টে দলে ঢুকতে পারেন তিনি।
আবেশ খান— প্রথম টেস্টের পরে মহম্মদ শামির পরিবর্ত হিসাবে আবেশকে নেওয়া হয়েছে। প্রথম টেস্টে খেলা প্রসিদ্ধ কৃষ্ণ সম্পূর্ণ ব্যর্থ। তাঁর বদলে দ্বিতীয় টেস্টে আবেশকে দেখা যেতে পারে। তিনি দলের চতুর্থ পেসার হিসাবে খেলবেন।