রোহিত শর্মা। —ফাইল চিত্র।
এ বার সামনে নিউ জ়িল্যান্ড। বুধবার থেকে বেঙ্গালুরুতে তাদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সেই ম্যাচে ভারতের প্রথম একাদশে কাদের খেলার সম্ভাবনা রয়েছে। ম্যাচের আগের দিন রোহিত শর্মা জানিয়েছেন আবহাওয়া দেখে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, “সব কিছু আবহাওয়ার উপর নির্ভর করছে। মঙ্গলবার বৃষ্টি হয়েছে। পিচ ঢাকা। তাই বুধবার সকালে টসের আগে সিদ্ধান্ত নেব যে তিন পেসার খেলাব না দুই পেসার। আমরা সব বিকল্প খোলা রাখছি।”
রোহিত এখনও প্রথম একাদশ নিয়ে কিছু না বললেও বেঙ্গালুরুর যা আবহাওয়া তাতে পাঁচ দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, আকাশে মেঘ থাকবে। তেমনটা হলে তিন পেসার খেলানোর সম্ভাবনা বেশি।
বেঙ্গালুরুতে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা— দলের অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটে রান পাননি রোহিত। বেঙ্গালুরুতে রান চাইবেন তিনি।
যশস্বী জয়সওয়াল— ভাল ফর্মে রয়েছেন। বেঙ্গালুরুতেই সেই ফর্ম বজায় রাখতে চাইবেন তিনি।
শুভমন গিল— দলের তিন নম্বরে নিজের জায়গা পাকা করে ফেলেছেন শুভমন। বাংলাদেশ সিরিজ়ে রান করেছেন। ফর্মে রয়েছেন তিনি। যদিও টেস্টের আগের দিন জানা গিয়েছে, ঘাড়ে টান ধরেছে শুভমনের। তাই তাঁর খেলা নিয়ে একটু সংশয় রয়েছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে যেতে পারেন তিনি।
বিরাট কোহলি— নিজের অন্যতম প্রিয় মাঠে খেলতে নামবেন কোহলি। বেঙ্গালুরুতে তাঁর অনেক ভাল ইনিংস রয়েছে। শেষ ২২টি ইনিংসে শতরান পাননি কোহলি। বেঙ্গালুরুতে তিন অঙ্কের রান করতে চাইবেন তিনি।
লোকেশ রাহুল— বাংলাদেশের বিরুদ্ধে ভাল দেখিয়েছে। বেঙ্গালুরুতে ভাল খেলে দলে নিজের জায়গা আরও পাকা করতে চাইবেন রাহুল।
ঋষভ পন্থ— টেস্টে প্রত্যাবর্তনের পরে বুঝিয়ে দিয়েছেন কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। বেঙ্গালুরুতেও সেই কাজটাই করতে চাইবেন পন্থ।
রবিচন্দ্রন অশ্বিন— বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ের সেরা হয়েছেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও ব্যাট ও বল হাতে ভাল করতে চাইবেন তিনি।
রবীন্দ্র জাডেজা— বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলেছেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আকাশ দীপ— বাংলাদেশ সিরিজ়ে নজর কেড়েছেন। উইকেটের মধ্যে রয়েছেন। বেঙ্গালুরুতে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে আকাশের। সেখানেও ভাল বল করতে চাইবেন।
যশপ্রীত বুমরা— দলের সেরা অস্ত্র। মহম্মদ শামি না থাকায় বেঙ্গালুরুতেও পেস আক্রমণকে নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে।
মহম্মদ সিরাজ— আইপিএলে বেঙ্গালুরুতেই খেলেন সিরাজ। তিনিও এই মাঠ ভাল ভাবে চেনেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলার লক্ষ্যে নামবেন তিনি।