পৃথ্বী শ। —ফাইল চিত্র।
আগামী নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর দিকে হতে পারে আইপিএলের পূর্ণাঙ্গ নিলাম। ফ্র্যাঞ্চাইজ়িগুলি কত জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফ্র্যাঞ্চাইজ়িগুলি অবশ্য নিজেদের মতো করে তালিকায় তৈরি করে ফেলেছে। ক্রিকেটারেরাও আছেন আশা-আশঙ্কায়। ব্যতিক্রম পৃথ্বী শ। তিনি ছুটি কাটাচ্ছেন ইংল্যান্ডে।
গত তিন মরসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন পৃথ্বী। তবে কোনও মরসুমেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়েরা কখনও কখনও তাঁকে নিয়ে হতাশা গোপন করতে পারেননি। বড় কোনও অঘটন না ঘটলে মুম্বইয়ের ব্যাটারকে সম্ভবত ধরে রাখবেন না দিল্লি কর্তৃপক্ষ। তাতে অন্য ফ্র্যাঞ্চাইজ়িগুলিরও তাঁকে নিয়ে বিশেষ আগ্রহ থাকার কথা নয় পারফরম্যান্সের নিরিখে। আইপিএলের পূর্ণ নিলামের আগে ক্রিকেটারদের মধ্যে দল পাওয়া নিয়ে চাপা উত্তেজনা থাকে। পৃথ্বী কিন্তু আছেন নিজের মেজাজে। ব্যাটিংয়ের মতোই ভয়ডরহীন।
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছেন পৃথ্বী। নটিংহ্যামশায়ারের হয়ে খেলছেন ভারতীয় ব্যাটার। ক্রিকেটীয় ব্যস্ততার ফাঁকে পৃথ্বীকে সময় কাটাতে দেখা গিয়েছে মুম্বইয়ের অভিনেত্রী নিধি তাপাদিয়াকে। সম্প্রতি তাঁদের লন্ডনের রাস্তায় একসঙ্গে দেখতে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। সমাজমাধ্যমে নিধিকে জন্মদিনের শুভেচ্ছা জানান পৃথ্বী। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হলেও কেউই স্বীকার করেননি।
কাউন্টি ক্রিকেটে ফর্ম হারিয়েছেন পৃথ্বী। এখনও পর্যন্ত লাল বলের ন’টি ম্যাচ খেলে করেছেন ১৬৪ রান। তাঁকে নিয়ে কিছুটা হতাশ নটিংহ্যামশায়ার কর্তৃপক্ষও। লেস্টারশায়ারের বিরুদ্ধে শেষ ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ম্যাচগুলিতে অবশ্য রান পেয়েছেন। আটটি ম্যাচে ৪২.৮৭ গড়ে ৩৪৩ রান করেন।