Rinku Singh

কেকেআরের অধিনায়ক হবেন? বিজয় হজারেতে নেতৃত্ব দেওয়ার আগে উত্তর দিলেন রিঙ্কু

বিজয় হজারে ট্রফিতে উত্তর প্রদেশের নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে রিঙ্কু সিংহকে। কেকেআরের অধিনায়ক হতেও কি তিনি আগ্রহী? প্রথম বার মুখ খুললেন রিঙ্কু। কী বললেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৪
Share:

রিঙ্কু সিংহ। — ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফিতে উত্তর প্রদেশের নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে রিঙ্কু সিংহকে। প্রথম বার রাজ্য দলকে নেতৃত্ব দিতে চলেছেন তিনি। কেকেআরের অধিনায়কের পদও খালি রয়েছে। তিনি কি সেই জায়গা নিতে আগ্রহী? প্রথম বার সে বিষয়ে মুখ খুললেন রিঙ্কু। জানালেন, কেকেআর নিয়ে এখন ভাবছেনই না।

Advertisement

শুক্রবার এক ওয়েবসাইটে রিঙ্কু বলেছেন, “আইপিএলে কেকেআরের অধিনায়কত্ব নিয়ে কিছু ভাবছিই না। আপাতত যাবতীয় নজর উত্তরপ্রদেশকে নিয়েই। ২০১৫-১৬ সালে প্রথম বার আমরা এই ট্রফিটা জিতেছিলাম। আবার সেটা জিততে চাই।”

ভারতের টি-টোয়েন্টি দলে এখন নিয়মিত সদস্য রিঙ্কু। বিজয় হজারেতে ভাল খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৫০ ওভারের দলের দরজাও খুলে যেতে পারে। তাতেও অবশ্য রিঙ্কু উত্তেজিত নন। বলেছেন, “আমি ঈশ্বরে বিশ্বাস রাখছি। গত বছর আইপিএলে টানা পাঁচটা ছয় মারার পরেও ভারতীয় দলে জায়গা পাওয়ার ব্যাপারে ভাবিনি। ওটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি, ঈশ্বর যদি কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা আমি পাবই। আমি শুধু কঠোর পরিশ্রম করতে চাই।”

Advertisement

উত্তরপ্রদেশ টি২০ লিগে মীরাট ম্যাভেরিকসে নেতৃত্ব দিয়েছিলেন রিঙ্কু। ট্রফিও জিতিয়েছিলেন। সেই অভিজ্ঞতাই এ বার কাজে লাগাতে চান। বলেছেন, “মীরাটকে নেতৃত্ব দেওয়া আমার কাছে বিরাট ব্যাপার। দলের আস্থা রাখতে পেরেছি ভেবেই ভাল লাগছে। নেতৃত্ব দিতে গিয়ে অনেক কিছু শিখেছি। সেগুলো কাজে লাগাব। ইউপি টি২০ লিগে অফস্পিন বোলিংও করেছি। আসলে এখনকার দিনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটেই দরকার। তাই বোলিংয়ের দিকেও নজর দিচ্ছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement