India's Predicted XI for World Cup 2023 Final

বিশ্বকাপ থেকে শুধু একটি জয় দূরে রোহিতেরা, রবিবার বিশ্বজয়ের লড়াইয়ে ভারতের কোন ১১ জন নামবেন?

জিততে থাকা দল নিয়ে কোনও পরীক্ষানিরীক্ষা করতে রাজি নন কোচ দ্রাবিড়। প্রতিপক্ষ বা ম্যাচের গুরুত্ব যেমনই হোক। বিশ্বকাপ ফাইনালের প্রথম একাদশেও কি কোনও চমক থাকবে না?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ১৪:৪৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়াকে চেন্নাইয়ের ২২ গজে হারিয়েই বিশ্বকাপ শুরু রোহিত শর্মাদের। সেই প্যাট কামিন্সদের বিরুদ্ধেই রবিবার নামবেন খেতাব জেতার লড়াইয়ে। দুর্বল শুরুর পর টানা আট ম্যাচে জয় পেয়েছে পাঁচ বারের বিশ্বজয়ীরা। রবিবারের ফাইনালে হার মানে বিশ্বজয়ের আশা শেষ। স্বভাবতই ভাবনাচিন্তা করে রাহুল দ্রাবিড়দের বেছে নিতে হবে প্রথম একাদশ।

Advertisement

সেমিফাইনালের প্রথম একাদশকেই কি ফাইনালে মাঠে নামাবেন দ্রাবিড়? না কি ফাইনালের জন্য কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে? জিততে থাকা দলে অহেতুক পরিবর্তনের পক্ষে নন কোচ। সেই যুক্তিতে ফাইনালের প্রথম একাদশও বদল না করার পক্ষে ভারতীয় দলের রক্ষণশীল কোচ। তবু অস্ট্রেলিয়ার একাধিক বাঁহাতি ব্যাটারের কথা মাথায় রেখে অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে কি নামিয়ে দেবেন আমদাবাদের ২২ গজে? দেখে নেওয়া যাক কেমন হতে পারে বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রথম একাদশ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

Advertisement

রোহিত শর্মা: দলের মতো ভারতের অধিনায়কও ফর্মে রয়েছেন। শুধু মাঠে নেতা হিসাবে নয়, ব্যাট হাতেও ধারাবাহিক ভাবে রান করছেন তিনি। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষের বোলারদের চাপে ফেলে দিচ্ছেন। সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও দলকে ভাল শুরু দিয়েছেন আগ্রাসী ব্যাটিং করে। ফাইনালেও তাঁর ওপেন করা নিয়ে কোনও প্রশ্ন নেই।

শুভমন গিল: ডেঙ্গি সারিয়ে দলে ফেরার পর থেকেই দলকে নির্ভরতা দিচ্ছেন তরুণ ওপেনার। ইনিংসের শুরুতে অধিনায়ক রোহিতের সঙ্গে আগ্রাসী ব্যাটিং করছেন। প্রয়োজনে ধরেও খেলতে পারেন। সেমিফাইনালে তিনিই খেলবেন।

বিরাট কোহলি: এক দিনের ক্রিকেটে ভারতের প্রাক্তন অধিনায়ক ৫০তম শতরান করে ফেলেছেন সেমিফাইনালে। বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন কোহলি। পরিণত ব্যাটিংয়ের পাশাপাশি ধারাবাহিক ভাবে রান করছেন। ফাইনালে কোহলি অবশ্যই খেলছেন। এ নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না।

শ্রেয়স আয়ার: বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে বড় রান পেয়েছেন শ্রেয়স। পর পর দু’ম্যাচে শতরান। ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে চার নম্বরে তিনিই এখন প্রথম পছন্দ। স্বাভাবিক ভাবেই রবিবার শ্রেয়সকে বাইরে রেখে নামবে না ভারত।

লোকেশ রাহুল: ধারাবাহিক ভাবে রান করছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান করেছেন। উইকেটরক্ষক হিসাবেও নজর কাড়ছেন প্রতি ম্যাচে। সেমিফাইনালেও দু’টি দারুণ ক্যাচ নিয়েছেন। তিনি ভারতের মিডল অর্ডারের অন্যতম ভরসা। সেমিফাইনালে ভারতের প্রথম একাদশে সহ-অধিনায়ক থাকছেনই।

সূর্যকুমার যাদব: বিশ্বকাপে এখনও বড় রান পাননি সূর্য। বার বার দ্রুত আউট হয়েছেন। সুযোগ পেলে ফাইনালে আক্ষেপ মিটিয়ে নিতে চাইবেন তিনি। হাতে বড় শট রয়েছে সূর্যর। টপ অর্ডারে দু-এক জন রান না পেলে গুরুত্বপূর্ণ হবে তাঁর ভূমিকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনিই নামবেন ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে। দলে পরিবর্তনের সম্ভাবনা নেই।

রবীন্দ্র জাডেজা: হার্দিক পাণ্ড্য চোট পাওয়ার পর ভারতের প্রথম একাদশে একমাত্র অলরাউন্ডার। ব্যাট এবং বল হাতে ভাল ফর্মে রয়েছেন বাঁহাতি জাডেজা। দলের ভারসাম্যের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। বোলার জাডেজাকে বাদ দিয়ে ফাইনালের দল সাজানোর ঝুঁকি নেবেন না দ্রাবিড়।

কুলদীপ যাদব: বেশ কিছু দিন ধরে ভাল ফর্মে রয়েছেন। বিশ্বকাপেও ব্যতিক্রম নন। সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক ভাবে উইকেট পাচ্ছেন বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কোনও সংশয় নেই।

যশপ্রীত বুমরা: ভারতের বোলিং আক্রমণের প্রধান মুখ বুমরা। বিশ্বকাপে দলের কৃপণতম বোলার তিনি। তাঁকে বাদ দিয়ে ফাইনাল খেলার কোনও প্রশ্নই নেই। তাঁর বিকল্পও নেই দলে। সুতরাং তিনি নামবেন ব্যাটিং অর্ডারের নয় নম্বরে।

মহম্মদ শামি: বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন বাংলার জোরে বোলার। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৭ উইকেট নিয়ে দেখিয়ে দিয়েছেন, কী করতে পারেন বাংলার জোরে বোলার। এই মুহূর্তে দলের প্রধান স্ট্রাইক বোলার শামিই। ম্যাচের যে কোনও পরিস্থিতিতে উইকেট নিতে পারেন। ফাইনালে অবশ্যই খেলবেন শামি।

মহম্মদ সিরাজ: চলতি বিশ্বকাপে তেমন দাগ কাটতে পারেননি। প্রচুর রানও দিচ্ছেন। তবু দলের তিন প্রধান জোরে বোলারের ত্রিফলা ফাইনাল ম্যাচে ভাঙার কথা ভাবছেনই না দ্রাবিড়, রোহিতেরা। রবিবারের ফাইনালে প্রথম একাদশে সিরাজের জায়গা নিশ্চিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement