Cristiano Ronaldo

আল নাসের ছাড়ার সম্ভাবনা রোনাল্ডোর, নেমারের জায়গায় সিআর সেভেনকে নিতে আগ্রহী আল হিলাল

আল নাসেরের হয়ে হয়ে ৮৩টি ম্যাচ খেলে ৭৩টি গোল করেছেন রোনাল্ডো। যদিও ক্লাবকে এখনও কোনও ট্রফি দিতে পারেননি তিনি। আগামী বছর তাঁকে পেতে ঝাঁপিয়েছেন আল হিলাল কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৮:২৫
Share:

(বাঁ দিকে) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং নেমার জুনিয়র (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

আল নাসের ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যোগ দিতে পারেন সৌদি প্রো লিগের আর এক ক্লাব আল হিলালে। নেমার জুনিয়রের জায়গায় তাঁকে নিতে আগ্রহী আল কর্তৃপক্ষ। আগামী জানুয়ারিতে মাসে জার্সি বদল করতে পারেন পর্তুগিজ স্ট্রাইকার।

Advertisement

২০২৩ সালে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। এখনও পর্যন্ত সৌদির ক্লাবটির হয়ে ৮৩টি ম্যাচ খেলে ৭৩টি গোল করেছেন। বহু ম্যাচে দলকে জিতিয়েছেন একক দক্ষতায়। তবু আগামী বছর তাঁকে আর আল নাসেরের জার্সি গায়ে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য, রোনাল্ডো আল নাসেরকে কোনও ট্রফি দিতে পারেননি এখনও।

পর্তুগালের একটি সংবাদমাধ্যমের দাবি, নেমারের পরিবর্ত খুঁজছেন আল হিলাল কর্তৃপক্ষ। তাঁরা সমান বা আরও ভাল মানের ফুটবলারকে দলে নিতে চান। তাঁদের নজর অন্যতম প্রধান প্রতিপক্ষ ক্লাবের রোনাল্ডোর দিকে। রোনাল্ডোর জন্য যে কোনও মূল্য খরচ করতে রাজি ১৯ বারের সৌদি চ্যাম্পিয়নেরা। তাঁর এজেন্টের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন আল হিলাল কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে রোনাল্ডো আগামী বছরের শুরুর দিকেই নতুন ক্লাবে যোগ দেবেন।

Advertisement

চোটের জন্য দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন নেমার। মাঠে ফিরে প্রথম ম্যাচ খেলতে নেমেই আবার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। নেমারের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত আল হিলালের চুক্তি থাকলেও তাঁকে নিয়ে মোহভঙ্গ হয়েছে ক্লাব কর্তৃপক্ষের। মাঠে নেমেও সৌদির ক্লাবের হয়ে তেমন কিছু করতে পারেননি তিনি। সাতটি ম্যাচ খেলে একটি গোল করেছেন এবং আরও তিনটি গোল করতে সতীর্থদের সাহায্য করেছেন। সব মিলিয়ে তাঁকে আর রাখতে চাইছেন না আল হিলাল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement