Asia Cup 2023

পাক বোলারদের বিরুদ্ধে সেরা ছন্দে থাকতে হবে: বিরাট

বিরাট নিজে এক দিনের ক্রিকেটে ভাল ছন্দেই রয়েছেন। শেষ ১৩ ম্যাচে ৫৫৪ রান করেছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। গড় ৫০.৩৬।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৫
Share:

একাগ্র: এশিয়া কাপের প্রস্তুতি বিরাটের। —ফাইল চিত্র।

দীর্ঘদিন বাদে শনিবার আবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ— ভারত-পাকিস্তান। এই দুই দেশের লড়াইয়ের ভাগ্য যাঁর ব্যাট ঠিক করে দিতে পারে, তিনি বিরাট কোহলি। এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথে নামার আগে বিরাট জানাচ্ছেন, কী ভাবে সাফল্যের সঙ্গে পাকিস্তানি বোলারদের সামলানো যায়।

Advertisement

এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে বিরাট বলেছেন, ‘‘আমার মনে হয়, পাকিস্তানের শক্তি হল ওদের বোলিং। ওদের দলে দারুণ কিছু বোলার আছে। যাদের দক্ষতা আছে যে কোনও মুহূর্তে ম্যাচের ছবিটা বদলে দেওয়ার। তাই ওদের খেলতে গেলে নিজের সেরা ছন্দে থাকতে হবে।’’

বিরাট নিজে অবশ্য এক দিনের ক্রিকেটে ভাল ছন্দেই রয়েছেন। শেষ ১৩ ম্যাচে ৫৫৪ রান করেছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। গড় ৫০.৩৬। নিজের মানসিকতা নিয়ে বিরাট বলেছেন, ‘‘আমি সব সময় বোঝার চেষ্টা করি, কী ভাবে আমার খেলাটা ভাল হবে।’’ যোগ করেন, ‘‘প্রত্যেকটা দিন, প্রতিটা বছর, প্রতিটা নেট প্র্যাক্টিসে আমি নিজেকে উন্নত করার চেষ্টা করি। এই ভাবেই আমি খেলে এসেছি। এই মানসিকতাই আমাকে এত দিন সাহায্য করে এসেছে। আর আমার দলকেও।’’ এখানেই শেষ নয়। বিরাট আরও বলেছেন, ‘‘আমার মনে হয় না, এই মানসিকতা ছাড়া ধারাবাহিক ভাবে ভাল খেলা সম্ভব। যদি শুধু নিজের পারফরম্যান্স ভাল করাই লক্ষ্য থাকে, তা হলে একটা সময়ের পরে আত্মতুষ্টি এসে যাবে। আর তা হলেই পরিশ্রম করার ইচ্ছেটা চলে যাবে। মাথায় রাখতে হবে, উন্নতি করার কোনও নির্দিষ্ট সময়সীমা হয় না।’’ পাকিস্তানের বিরুদ্ধে শেষ তিনটি এক দিনের ম্যাচে জয় পেয়েছে ভারত। কিন্তু শেষ ম্যাচটি ছিল সেই ২০১৯ বিশ্বকাপে। তার পরে পাক দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ভারতীয় দলেও নতুন মুখ দেখা গিয়েছে। তবে তখনও ভরসার নাম সেই বিরাট কোহলি ছিল, এখনও তাই আছে।

Advertisement

বিরাট পরিষ্কার বলেছেন, ‘‘এ রকম কোনও নির্দিষ্ট সীমারেখা নেই, যা ছুঁতে পারলেই বলে দেওয়া যাবে আপনি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। তাই আমি প্রতিদিন উন্নতি করার লক্ষ্যে ঝাঁপাই।’’ নিজের মানসিকতা নিয়ে আরও একটা কথা বলেছেন বিরাট। তাঁর মন্তব্য, ‘‘আমার মনের মধ্যে সব সময় একটা প্রশ্ন ঘোরাফেরা করে, কী ভাবে দলকে আমি এই অবস্থা থেকে জেতাব। এই মানসিকতাই আমাকে সাফল্য এনে দেয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement