ফের দেখা যাবে এই দৃশ্য। —ফাইল চিত্র
ভারত-পাকিস্তান ক্রিকেট চালু করতে বদ্ধপরিকর রামিজ রাজা। তার জন্য প্রতি বছর একটি চারদলীয় প্রতিযোগিতা করার প্রস্তাব আগামী আইসিসি বৈঠকে তিনি দেবেন। পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের খবর সে রমকই।
পাক বোর্ডের চেয়ারম্যান এবং সে দেশের প্রাক্তন অধিনায়ক চাইছেন, ভারত, পাকিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ওই প্রতিযোগিতায় খেলুক। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এই প্রতিযোগিতা করার জন্য প্রস্তাব দেবেন রামিজ।
২০১২-১৩ মরসুমে ভারতের মাটিতে সিরিজ হওয়ার পর দু’ দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে। তারপর থেকে দু’ দেশের রাজনৈতিক সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে।
নাজম শেঠি যখন পাক বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তখন দুই বোর্ডই ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ছ’টি সিরিজ খেলার পরিকল্পনা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত একটিও হয়নি। ২০১৩ সাল থেকে দুই দেশ শুধু আইসিসি এবং এসিসি-র প্রতিযোগিতায় মুখোমুখি হচ্ছে।