পাকিস্তান দল। ছবি: রয়টার্স।
বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্টে হেরে গিয়েছে পাকিস্তান। দুর্বল পারফরম্যান্সের কারণে দেশে-বিদেশে সমালোচনার শিকার হচ্ছে শান মাসুদের দল। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানালেন, পরিবর্তন আসতে চলেছে ক্রিকেট দলে।
পাকিস্তানের হারের পর শাহিদ আফ্রিদি, মহম্মদ হাফিজ় এবং ফাওয়াদ আলমের মতো প্রাক্তন ক্রিকেটার দলের সমালোচনা করেছেন। হাফিজ় জানিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেটে বড়সড় অস্ত্রোপচারের দরকার, এ কথা বলেছিলেন খোদ চেয়ারম্যানই। তার পরেও কথা রাখা হয়নি।
সোমবার নকভি বলেছেন, “পাকিস্তান ক্রিকেটের সমস্যার সমাধান খুব দ্রুত করে ফেলতে পারব। পরিবর্তন আসতে চলেছে। এখন যা দেখছেন তা আর কিছু দিন পরে না-ও থাকতে পারে। পিছনে অনেক কিছু চলছে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর নকভি বলেছিলেন, “প্রথমে ভেবেছিলাম হালকা অস্ত্রোপচারে কাজ হবে। কিন্তু এই খারাপ পারফরম্যান্সের পর আমার মনে হয় বড়সড় অস্ত্রোপচার দরকার। গোটা দেশ খুব শীঘ্রই বড়সড় পরিবর্তন দেখতে পাবে।” তবে নকভির কথা অনুযায়ী বড় কোনও বদল হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে সিনিয়র দলের সেই ক্রিকেটারেরাই খেলেছেন।
বাংলাদেশের কাছে হারের পর হতাশ শাহিদ আফ্রিদি সমালোচনা করেছিলেন দলে কোনও স্পিনার না নেওয়ায়। বলেছিলেন, “নিজের দেশের পরিবেশ নিজেরাই বুঝতে পারছে না? এই ধরনের পিচে চার পেসার খেলানো কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।”