Pathum Nissanka

২০ চার, ৮ ছক্কা, ১৩৯ বলে ২১০! ভেঙে গেল সহবাগ, গেলের রেকর্ড

শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসাবে নজির গড়লেন পাথুম নিসঙ্ক। এক দিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন তিনি। তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করেছেন নিসঙ্ক। টপকে গিয়েছেন ক্রিস গেল, বীরেন্দ্র সহবাগকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৮
Share:

পাথুম নিসঙ্ক। ছবি: এক্স।

শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসাবে নজির গড়লেন পাথুম নিসঙ্ক। এক দিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে এই নজির গড়েছেন তিনি। তা-ও মাত্র ১৩৬ বলে। এক দিনের ক্রিকেটে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করেছেন। টপকে গিয়েছেন ক্রিস গেল, বীরেন্দ্র সহবাগের কৃতিত্বকে।

Advertisement

এ দিন মাঠে হাজির ছিলেন সনৎ জয়সূর্য। তাঁর সামনে তাঁর নজিরই ভেঙে দিয়েছেন নিসঙ্ক। শ্রীলঙ্কার ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে এত দিন সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল জয়সূর্যেরই। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে ১৮৯ রান করেছিলেন তিনি। কিন্তু শুক্রবার ৪৯তম ওভারের পঞ্চম বলে গুলবাদিন নাইবের বলে দু’রান নিয়ে জয়সূর্যের রান টপকে যান নিসঙ্ক। ষষ্ঠ বলে তিনি ছয় মারেন। শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে ২০০ রানে পৌঁছে যান নিসঙ্ক। তিনি ২০টি চার এবং ৮টি ছয় মেরেছেন।

এক দিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড রয়েছে ভারতের ঈশান কিশনের। ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ১২৬ বলে দুশো রান করেন তিনি। এর পরে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় এক দিনের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ১২৮ বলে দ্বিশতরান করেন।

Advertisement

সব মিলিয়ে, এক দিনের ক্রিকেটে দশম ব্যাটার হিসাবে দ্বিশতরান করেছেন নিসঙ্ক। ভারতের অধিনায়ক রোহিত শর্মার একারই তিনটি দ্বিশতরান রয়েছে। এ ছাড়া ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর, সহবাগ, শুভমন গিলের দ্বিশতরান রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement