বিরাট কোহলি এবং ডেভিড ওয়ার্নার। ছবি: এক্স।
ক্রিকেটে নতুন নজির তৈরি করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসাবে তিনটি ফরম্যাটেই ১০০টি করে ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড গড়েছেন তিনি। কিছু দিন আগেই টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন ওয়ার্নার।
বিশ্বের আর দু’জন ক্রিকেটারেরই এই কৃতিত্ব রয়েছে। তাঁরা হলেন নিউ জ়িল্যান্ডের রস টেলর এবং ভারতের বিরাট কোহলি। টেলর প্রথম ক্রিকেটার হিসাবে তিন ফরম্যাটেই ১০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়েন। ১৬ বছরের কেরিয়ারে ১১২টি টেস্ট, ২৩৬টি এক দিনের ম্যাচ এবং ১০২টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ সালে কোহলি দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই নজির গড়েন। এখনও পর্যন্ত কোহলি ১১৩টি টেস্ট, ২৯২টি এক দিনের ম্যাচ এবং ১১৭টি টি-টোয়েন্টি খেলেছেন।
অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শততম ম্যাচ খেললেন ওয়ার্নার। এই কৃতিত্ব রয়েছে অ্যারন ফিঞ্চ এবং গ্লেন ম্যাক্সওয়েলের। ফিঞ্চ তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ১০৩টি ম্যাচ খেলেছেন। ম্যাক্সওয়েল ১০১টি। ওয়ার্নার ১০০টি।