BGT 2024-25

এ বার আরও বড় ‘যুদ্ধ’ হবে, ভারতের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া, আইপিএল নিলাম মাথায় নেই কামিন্সদের

টানা চার সিরিজ়‌ে ভারতের বিরুদ্ধে হার। তার মধ্যে দু’বার ঘরের মাঠেই। এ বার আর ভারতকে ছেড়ে কথা বলতে রাজি নয় অস্ট্রেলিয়া। পার্‌থ টেস্টের আগে স্পষ্ট বললেন অসি অধিনায়ক প্যাট কামিন্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১২:৫৭
Share:

বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ছবি: সমাজমাধ্যম।

টানা চার সিরিজ়‌ে ভারতের বিরুদ্ধে হার। তার মধ্যে দু’বার ঘরের মাঠেই। এ বার আর ভারতকে ছেড়ে কথা বলতে রাজি নয় অস্ট্রেলিয়া। পার্‌থ টেস্টের আগে স্পষ্ট বললেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর ধারণা, এ বার আরও বড় যুদ্ধ হবে। তাঁরা আইপিএলের নিলামের কথাও মাথায় রাখছেন না।

Advertisement

বৃহস্পতিবার কামিন্স বলেছেন, “বর্ডার-গাওস্কর ট্রফি মানে বরাবরই একটা লড়াকু সিরিজ়‌ হয়। এ বার পাঁচ টেস্টের সিরিজ়‌। দু’দলের প্রবল লড়াই হবে। নিঃসন্দেহে এটা বড় সিরিজ়।”

কামিন্স মেনে নিয়েছেন, ভারতের তুলনায় চাপ বেশি থাকবে তাঁদেরই। বলেছেন, “দেশের মাটিতে খেলতে নামলে সব সময়েই চাপ থাকে। ভারত বেশ প্রতিভাবান দল। আমাদের কাজটা সহজ নয়। তবে খুব বেশি দূরে তাকাতে চাইছি না। বর্ডার-গাওস্কর ট্রফি জিততে পারলে ভাল লাগবে। ভারতও খুব ভাল দল। তবে আমরাও তৈরি।”

Advertisement

অবসর নেওয়া ডেভিড ওয়ার্নারের জায়গায় ওপেনার হিসাবে টেস্টে অভিষেক হবে নাথান ম্যাকসুইনির। তরুণ ক্রিকেটারকে নিজের মতো করে খেলার পরামর্শ দিয়েছেন কামিন্স। বলেছেন, “ওর উচিত স্বাভাবিক খেলা। ডেভিড ওয়ার্নারকে নকল করতে যেন না যায়। ওটা ওর খেলা নয়। বোলারদের যত বেশি সম্ভব বল করানোই ওর কাজ।”

ভারতের হয়ে পার্‌থ টেস্টে অভিষেক হতে পারে নীতীশ রেড্ডি, যিনি আইপিএলে কামিন্সের হায়দরাবাদ দলের সতীর্থ। তাঁর সম্পর্কে কামিন্স বলেছেন, “প্রতিভাবান তরুণ ক্রিকেটার। হায়দরাবাদের হয়ে খুব বেশি বল করেনি। তবে বল সুইং করাতে পারে অনায়াসে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement