বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (বাঁ দিকে) এবং ভারতের অধিনায়ক যশপ্রীত বুমরা। ছবি: সমাজমাধ্যম।
শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। পার্থের অপ্টাস স্টেডিয়ামে হবে খেলা। তবে ম্যাচ শুরুর আগে কিছুটা হলেও চিন্তায় থাকতে পারেন ব্যাটারেরা। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে সকালে বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে প্রথমে ব্যাট করা দল সমস্যায় পড়তে পারে।
টেস্ট শুরুর আগে দু’দিন বৃষ্টি হয়েছে পার্থে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে বৃষ্টি হবে। ফলে প্রভাব পড়তে পারে টসে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। সকালের দিকে বৃষ্টি হলে তা জোরে বোলারদের জন্য উপযুক্ত হয়ে উঠবে। যদি ভারতকে টস হেরে আগে ব্যাট করতে হয়, তা হলে বিপদে পড়তে পারেন ব্যাটারেরা। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রথম দিন বাদে বাকি চার দিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে। তাতে অবশ্য খেলার কোনও ক্ষতি হবে না।
পার্থের পিচ নির্মাতা আইজ়্যাক ম্যাকডোনাল্ড আগেই জানিয়েছিলেন, ম্যাচ যত গড়াবে তত পিচ ভাঙতে পারে। তবে এই মুহূর্তে পিচ দেখে সেটা মনে হচ্ছে না। বিশেষজ্ঞদের ধারণা, ম্যাচের প্রথম দু’দিন যথেষ্ট গতি এবং বাউন্স থাকবে। তার পর থেকে ব্যাটারদের জন্য খেলা সহজ হয়ে যাবে।
ভারতীয় দল তিন পেসার এবং এক স্পিনার নিয়ে খেলতে নামবে বলে জানা গিয়েছে। সঙ্গে নীতীশ রেড্ডি খেলতে পারেন জোরে বোলিং অলরাউন্ডার হিসাবে। জোরে বোলারদের মধ্যে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ছাড়াও থাকতে পারেন আকাশ দীপ।