Pakistan Cricket

অস্ট্রেলিয়ায় বাবরেরা, ২১০০ কিলোমিটার দূরে ইতিহাস গড়ল পাকিস্তানের ক্রিকেট!

বিশ্বকাপের পর থেকে পাকিস্তান ক্রিকেটে একের পর এক বিতর্ক চলছে। তার মধ্যেই তৈরি হল নতুন ইতিহাস। বিদেশের মাটিতে নতুন কীর্তি গড়ল পাকিস্তানের অন্য একটি দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৬
Share:

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

বাবর আজ়মদের নিয়ে যখন বিতর্ক থামছে না, সেই সময় ইতিহাস গড়ল পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। নিউ জ়িল্যান্ড সফরে গিয়ে নতুন কীর্তি গড়েছেন ফতিমা সানা, আলিয়া রিয়াজ়েরা।

Advertisement

নিউ জ়িল্যান্ডের মাটিতে প্রথম বার টি-টোয়েন্টি সিরিজ় জিতল পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। এক ম্যাচ বাকি থাকতেই মঙ্গলবার ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিদা দারের দল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৭ রান তোলে পাকিস্তানের মহিলা দল। জবাবে ৭ উইকেটে ১২৭ রান করে আয়োজকেরা। পাকিস্তানের হয়ে ভাল রান করলেন ওপেনার মুনিবা আলি। ৬টি চারের সাহায্যে ২৮ বলে ৩৫ রান করেন তিনি। এ ছাড়া আলিয়া ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ২২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। জবাবে নিউ জ়িল্যান্ডের কোনও ব্যাটারই তেমন রান পেলেন না। ব্যতিক্রম কেবল হান্না রো। তিনি ২৪ বলে ৩৩ রান করেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি চার। বল হাতে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ফতিমা এবং সাদিয়া ইকবাল। ফতিমা ২২ রানে ৩ উইকেট নিয়েছেন। সাদিয়া ২৯ রানে ২ উইকেট নিয়েছেন।

গত ৩ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে জেতে পাকিস্তানের মহিলা দল। তার পর দ্বিতীয় ম্যাচে জয় এল ১০ রানে। অর্থাৎ, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারলেও সিরিজ় হাতছাড়া হবে না পাকিস্তানের। বাবরেরা অস্ট্রেলিয়া সফরে গিয়ে এখন রয়েছেন ক্যানবেরায়। সেখান থেকে ২১৪৩ কিলোমিটার দূরে নিউ জ়িল্যান্ডের ডুনেডিনে ইতিহাস গড়লেন নিদারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement