PCB

PCB: অগ্নিগর্ভ শ্রীলঙ্কাতেও বাবরদের খেলতে পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

দু’টি টেস্টের পাশাপাশি এক দিনের সিরিজ খেলার প্রস্তাব দেয় পিসিবি। শ্রীলঙ্কার অতীত সহযোগিতা মনে রেখেই কঠিন সময় পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২২:০৫
Share:

প্রতীকী ছবি। ছবি: এএফপি

শ্রীলঙ্কার সঙ্কটের সময় পাশে দাঁড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিজেদের দেশে ফের আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার ক্ষেত্রে শ্রীলঙ্কার সহযোগিতার কথা মাথায় রেখেই সে দেশে দল পাঠাচ্ছে পিসিবি।

অস্থির শ্রীলঙ্কা। অর্থনৈতিক সঙ্কট। জ্বালানীর জন্য তীব্র হাহাকার। অস্বাভাবিক মুদ্রাস্ফীতি। রাজনৈতিক অস্থিরতা এবং হিংসার পরিবেশ। সব কিছু মিলিয়ে ভাল নেই শ্রীলঙ্কা। জনরোষে বিপর্যস্ত শাসক। প্রশাসনের পাল্টা চোখ রাঙানিতে তটস্থ জনগণ। দেশ জুড়ে অশান্তির আবহ। অগ্নিগর্ভ পরিস্থিতি।

Advertisement

এমন পরিস্থিতিতেও শ্রীলঙ্কায় দল পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাবর আজমরা সেখানে জুন-জুলাই মাসে দু’টেস্টের সিরিজ খেলতে যাবেন। সেই সঙ্গেই তিনটি এক দিনের ম্যাচের সিরিজ খেলার ইচ্ছাপ্রকাশ করেছে পিসিবি। পাকিস্তান বর্তমান পরিস্থিতিতে সিরিজ বাতিল করলে চরম আর্থিক সঙ্কটে পড়ত ক্রিকেট শ্রীলঙ্কা। কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের চিন্তামুক্ত করেছেন পিসিবি কর্তারা। বরং কঠিন সময়ে বেশি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছেন তাঁরা।

শ্রীলঙ্কায় এখন ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ১২ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ সচল থাকে বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে কি দিন-রাতের ম্যাচ আয়োজন সম্ভব? শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা অবশ্য এক দিনের সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছে, লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু করার ক্ষেত্রে সমস্যা হবে সিরিজ দীর্ঘ করলে।

Advertisement

পিসিবি-র পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘আমরা কঠিন সময়েও শ্রীলঙ্কার ক্রিকেটকে সাহায্য করতে প্রস্তুত। টেস্ট সিরিজ খেলার জন্য সে দেশে সফর করতে আমাদের কোনও সমস্যা নেই। আমাদের সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেট সম্পর্ক অত্যন্ত মজবুত। আমরা পরস্পরকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত।’’

পাকিস্তানের আগে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য এখনও সফরের ব্যাপারে নিশ্চয়তা দেয়নি। পরিস্থিতির দিকে নজর রাখার কথা জানিয়েছে অজিরা। ক্রিকেটারদের নিরাপত্তার বিষয় ১০০ শতাংশ নিশ্চিত না হলে দল নাও পাঠাতে পারে তারা।

পাকিস্তান অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেট শ্রীলঙ্কার উপরে ছেড়ে দিয়েছে। শ্রীলঙ্কায় সিরিজ আয়োজন একান্ত ভাবে সম্ভব না হলে নিরপেক্ষ দেশে খেলতেও রাজি পাকিস্তান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দল সফর বাতিল করলে ক্রিকেট শ্রীলঙ্কার আর্থিক ক্ষতি হবে। সেই ক্ষতিতে প্রলেপ দিতেই পাকিস্তান এক দিনের সিরিজ খেলার প্রস্তাব দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement