ছবি: টুইটার থেকে
মাঠে মাস্ক পরে নামতে হল ক্রিকেটারদের। তবে করোনার কারণে নয়। ধুলোর ঝড় থেকে বাঁচতে মাস্ক পরে নামলেন ক্রিকেটাররা।
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হঠাৎ ধুলোর ঝড়। সেই কারণেই মাস্ক পরে নিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। মুলতানের মাঠে ধুলোর ঝড় ওঠায় খেলা কিছু ক্ষণ বন্ধ রাখা হয়। পাকিস্তানের ইনিংসের ৩৩ তম ওভারে খেলা বন্ধ হয়। সেই সময় ১৫৫ রানে পাঁচ উইকেট ছিল বাবর আজমদের। ক্রিজে ছিলেন খুশদিল শাহ এবং শাদাব খান। বৃষ্টি বা খারাপ আলোর জন্য খেলা বন্ধ থাকা নয়, ধুলোর কারণে বন্ধ হওয়া ম্যাচের কারণে দু’ওভার কম খেলা হয়। দুই দলের খেলা ৫০ ওভারের বদলে কমিয়ে দেওয়া হয় ৪৮ ওভারে।
প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ আগেই পকেটে ভরে নিয়েছিল পাকিস্তান। শেষ ম্যাচের আগেই সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিল। ৪৮ ওভারে পাকিস্তান তোলে ২৬৯ রান। ৭৮ বলে ৮৬ রান করেন শাদাব।
ওয়েস্ট ইন্ডিজ শেষ হয়ে যায় ২১৬ রানে। বল হাতে চার উইকেট নেন শাদাব। ব্যাটে, বলে তাঁর দাপটেই তৃতীয় ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।