প্রতীকী ছবি।
দলে সুযোগ না পেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ক্রিকেটার। ঘটনাটি পাকিস্তানের হায়দরাবাদের। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাকিস্তান ক্রিকেটে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আন্তঃশহর ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পাননি শোয়েব নামে এক জোরে বোলার। দলে সুযোগ না পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। পাক হায়দরাবাদের দক্ষিণ সিন্ধ প্রদেশের বাসিন্দা শোয়েব। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন শোয়েব। হতাশা থেকেই ছুরি দিয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পরিবারের সদস্যদের কাছে কোচের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছিলেন শোয়েব। দু’দিন ধরে একাই থাকছিলেন। ঘর লাগোয়া শৌচাগার থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। ২০১৮ সালে মহম্মদ জারয়াব নামে অনূর্ধ্ব ১৯ পর্যায়ের এক ক্রিকেটারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। করাচির অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ না পাওয়ায় হতাশ ছিলেন তিনি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।