মুহম্মদ আব্বাস। ছবি: এক্স।
জন্ম পাকিস্তানে, কিন্তু খেলেন নিউ জ়িল্যান্ডের হয়ে। সেই মুহম্মদ আব্বাস ভেঙে দিলেন ক্রুণাল পাণ্ড্যের রেকর্ড। পাকিস্তানের বিরুদ্ধেই অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন আব্বাস। সেই ম্যাচেই গড়লেন রেকর্ড।
২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্রুণালের। সেই ম্যাচে ২৬ বলে অর্ধশতরান করেছিলেন ভারতীয় অলরাউন্ডার। অভিষেক ম্যাচে সবচেয়ে কম বলে অর্ধশতরান করার রেকর্ড ছিল সেটাই। আব্বাস সেই রেকর্ড ভেঙে দিলেন। তিনি ২৪ বলে অর্ধশতরান করেন। ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলেন আব্বাস। ৫০ ওভারে ৩৪৪ রান করেন তিনি।
আব্বাসের জন্যই এই রান তোলা সম্ভব হয়েছে। ৪৭ ওভারে ৩০৬ রান করেছিল নিউ জ়িল্যান্ড। সেখান থেকে আব্বাসের আগ্রাসী ক্রিকেটে ভর করে ৩৪৪ করে তারা।
২১ বছরের আব্বাসের জন্ম লাহোরে। ডান হাতে ব্যাট করলেও তিনি বাঁহাতে বল করেন। অলরাউন্ডার আব্বাস পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে অর্ধশতরান করার পর বল হাতে একটি উইকেটও নেন। তাঁর বাবা আজহার আব্বাসও ক্রিকেট খেলতেন। মুলতানের হয়ে খেলেছিলেন তিনি। পরে নিউ জ়িল্যান্ডে চলে যান। সেখানে অকল্যান্ডের হয়ে খেলেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেট খেললেও আজহার কখনও দেশের জার্সি পরার সুযোগ পাননি। ছেলে আব্বাস সেটা পেরেছেন এবং প্রথম ম্যাচেই ঝড় তুলে দিয়েছেন।
টি-টোয়েন্টি সিরিজ়ে ৪-১ ব্যবধানে জিতেছিল নিউ জ়িল্যান্ড। এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচেও জিতলে তারা। নিউ জ়িল্যান্ডের ৩৪৪ রানের জবাবে পাকিস্তান শেষ হয়ে যায় ২৭১ রানে। নিউ জ়িল্যান্ডের হয়ে ১৩২ রান করে ম্যাচের সেরা মার্ক চ্যাপম্যান।