আক্রান্ত: রাজনৈতিক প্রচারে গিয়ে রক্ষা পেলেন ইমরান। ফাইল চিত্র।
খবরটা ছড়িয়ে পড়তেই বাকি বিশ্বের সঙ্গে স্তম্ভিত হয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়াও। সবার যেন মেনে নিতে কষ্ট হচ্ছে, সত্যিই ইমরান খানের উপরে গুলি চালানো হয়েছে।
বৃহস্পতিার দুপুরেই খবরটা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওয়াজ়িরাবাদে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মিছিলে আততায়ী গুলি চালিয়েছে। তার পরে জানা যায়, বিশ্বজয়ী প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের পায়ে গুলি লেগেছে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনৈতিক প্রচারের জন্য ওই মিছিলে যোগ দিয়েছিলেন প্রাক্তন অলরাউন্ডার ইমরান খান।
সে সময় অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ চলছিল পাকিস্তানের। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে পাক অধিনায়ক বাবর আজ়ম টুইট করেন, ‘‘ইমরান খানের উপরে এই ধরনের বর্বরোচিত আত্রমণের তীব্র নিন্দা করছি। আল্লা যেন কাপ্তানকে বিপন্মুক্ত রাখে আর আমাদের দেশকে নিরাপদে।’’ ইমরানের নেতৃত্বেই ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মাটি থেকে ৫০ ওভারের বিশ্বকাপ জিতে ফিরেছিলেন ওয়াসিম আক্রম। ঘটনার কথা শোনার পরে গণমাধ্যমে প্রাক্তন পাক পেসারের প্রতিক্রিয়া, ‘‘ওয়াজ়িরাবাদে যা ঘটল, তা অত্যন্ত খারাপ। ইমরান ভাই এবং বাকি যাঁরা ওখানে আছেন, তাঁদের সবার জন্য প্রার্থনা করছি। দেশ হিসেবে আমাদের একজোট থাকতে হবে। দেখতে হবে আমাদের একতা যেন কেউ নষ্ট না করে দিতে পারে।’’
শুধু আক্রমই নন। মুখ খুলেছেন পাকিস্তানের আর এক প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারও। ওয়াসিম আক্রমের এক সময়কার সতীর্থ একটি ভিডিয়ো তুলে দিয়েছেন গণমাধ্যমে। সেখানে তিনি বলেছেন, ‘‘আমি টিভি দেখছিলাম। তখন খবরটা পাই। খবরটা দেখে রীতিমতো ধাক্কা খেয়েছিলাম। তবে দেখে যা মনে হচ্ছে, ইমরান খান আপাতত বিপদ কাটিয়ে উঠেছেন। পায়ে গুলি লেগেছে, জীবনের ভয় নেই।’’ তিনি আরও বলেন, ‘‘এই ধরনের খবর সহ্য করার মতো মানসিক শক্তি হারিয়ে ফেলেছি।’’
পাকিস্তানের আর এক ব্যাটসম্যান আহমেদ শেহজাদের টুইট, ‘‘কোনও রকম হিংসা বা সন্ত্রাস সমর্থনযোগ্য নয়। ইমরান খানের উপরে এই অমানবিক হামলা কখনওই সমর্থন করা যায় না। প্রার্থনা করছি, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’’ পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমলও গণমাধ্যমে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি টুইট করেন, ‘‘ইমরান খান এবং অন্যান্যদের উপরে যে ঘৃণ্য আক্রমণ হয়েছে, তার নিন্দা করার ভাষা নেই। সবার দ্রুত আরোগ্য কামনা করছি।’’
পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার মুস্তাক আহমেদ টুইটে লিখেছেন, ‘‘আমার ক্যাপ্টেনের মুখের হাসিটা যেন চিরকাল থেকে যায়। আপনার জন্য সব সময় প্রার্থনা করে চলেছি।’’ পাকিস্তানের আর এক প্রাক্তন পেসার উমর গুলের প্রতিক্রিয়া, ‘‘ইমরান খানের উপরে এই আক্রমণের কথা শুনে শোকাহত। প্রার্থনা করি, দ্রুত সুস্থ হয়ে উঠুন সবাই।’’