বাবর আজ়ম। —ফাইল চিত্র
এক দিনের বিশ্বকাপের সূচি এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার মধ্যেই খসড়া সূচি থেকে জানা গিয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হতে পারে আমদাবাদে। এই দু’দলের বাকি ম্যাচের কেন্দ্রও জানা গিয়েছে। আর তার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, তিনটি ম্যাচের কেন্দ্র বদল করতে হবে। আমদাবাদে খেলা নিয়ে আগেই অসন্তোষ জানিয়েছে পাকিস্তান। এ বার বেঙ্গালুরু ও চেন্নাই নিয়েও আপত্তি তাদের।
একটি ক্রীড়া ওয়েবসাইট জানিয়েছে, বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া ও চেন্নাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলার কথা পাকিস্তানের। কিন্তু এই দু’টি মাঠের পিচ পাকিস্তানের খেলার ধরনের পক্ষে অনুকূল নয় বলেই দাবি তাদের। তাই এই দু’টি মাঠেও খেলতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা আইসিসির কাছে আবেদন করতে পারে বলে খবর।
বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের কাছে খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির কাছেও পাঠানো হয়েছে সেই সূচি। সবুজ সঙ্কেত পেলেই ঘোষণা করা হবে বিশ্বকাপের সূচি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এখন সে দেশের সরকারের অনুমতির অপেক্ষা করছে। সরকার অনুমতি দিলে তবেই মাঠ নিয়ে নিজেদের দাবি জানাবে তারা।
খসড়া সূচি অনুযায়ী বাবরদের ম্যাচের তালিকা