পাকিস্তান কোচ সাকলিন মুস্তাকের চোট। —ফাইল চিত্র
পাকিস্তান কোচ সাকলিন মুস্তাকের চোট। হাঁটুর অস্ত্রোপচার করার জন্য তাঁকে ১০ লক্ষ টাকা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি প্রধান রামিজ রাজা সেই টাকা দেওয়ার ব্যাপারে সমর্থন জানিয়েছেন বলে জানা গিয়েছে।
পাকিস্তানের জাতীয় দলের চিকিৎসক নাজিব সুমরো বোর্ডের কাছে আবেদন করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সাকলিনের চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা প্রয়োজন। দীর্ঘ দিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন সাকলিন। এই সপ্তাহেই পাকিস্তানের কোচ করা হয়েছে সাকলিনকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, খেলোয়াড় এবং কোচদের চিকিৎসার জন্য পিসিবি টাকা দেয় কিন্তু এত তাড়াতাড়ি সেটা পাওয়া যায় না। সাকলিনের ক্ষেত্রে ব্যতিক্রম। রামিজ দ্রুত দলের কোচের জন্য টাকার ব্যবস্থা করেছেন।
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৪৯টি টেস্ট এবং ১৬৯টি এক দিনের ম্যাচ খেলা ৪৫ বছরের সাকলিন হাঁটুর চোটের কারণেই খেলা ছেড়ে দিয়েছিলেন। অবসরের আগে তাঁর ঝুলিতে রয়েছে ৪৯৬টি উইকেট।
পাকিস্তান দল ব্যস্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সেই সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছেন বাবর আজমরা।