Pakistan Cricket Board

নজিরবিহীন হুঁশিয়ারি! বিদেশসফরে যাওয়ার আগে সেই দেশকে চোখরাঙানি পাকিস্তানের

নজিরবিহীন হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বিদেশসফরে যাওয়ার আগে আয়োজক দেশকেই সতর্ক করে দিলেন পিসিবি চেয়ারম্যান। ক্রিকেটার এবং দর্শকদের আচরণ নিয়ে সতর্ক করা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৪:৪০
Share:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিদেশসফরে যাচ্ছে পাকিস্তান। ছবি: টুইটার।

আফগানিস্তান এবং পাকিস্তানের ক্রিকেটাররা একাধিক বার ঝামেলায় জড়িয়েছেন। গত এশিয়া কাপের সময়ও ফারিদ আহমেদের সঙ্গে বিতণ্ডায় জড়ান আসিফ আলি। উত্তেজনার আঁচ ছড়িয়েছে দর্শকদের মধ্যেও। তেমন ঘটনা এড়াতে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডকে আগাম সতর্ক করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে রশিদ খানদের মুখোমুখি হবেন শাদাব খানরা। সেই সিরিজ়ের আগে আফগানিস্তানকে সতর্ক করেদিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি। যা এক রকম নজিরবিহীন। তিনি বলেছেন, ‘‘দুবাইয়ে আফগান ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলেছি। ওদের ক্রিকেটারদের ব্যবহার এবং দর্শকদের আচরণ নিয়ে কথা হয়েছে। প্রশ্ন করেছিলাম, আপনাদের দর্শক এবং ক্রিকেটাররা ভাল ব্যবহার করবে, এর কী নিশ্চয়তা রয়েছে? আমাদের পূর্ব অভিজ্ঞতা একদমই ভাল নয়।’’

তিনি আরও বলেছেন, ‘‘জয় বা পরাজয় খেলার অংশ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে বলেছি খেলোয়াড়দের সামলে রাখতে। আমাদের জয় এবং পরাজয়ের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা জানি আবেগ কী ভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। কিন্তু আফগানরা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। তাই কর্তাদের উচিত খেলোয়াড়দের সামলে রাখা।’’

Advertisement

দু’দেশের সমর্থকদের মধ্যে যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে পরিকল্পনা করেছেন আফগান ক্রিকেট কর্তারা। স্টেডিয়ামে দু’দেশের সমর্থকদের বসার জায়গা আলাদা করা হচ্ছে। যাতে উত্তেজনা সৃষ্টি হলেও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘‘সমর্থকদের আলাদা বসানোর ব্যাপারে আফগানিস্তানের কর্তারা আশ্বস্ত করেছেন। যতটা সম্ভব ভাল ব্যবস্থা করার চেষ্টা করছেন। শারজায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে। দর্শকদের কেউ বিশৃঙ্খলা তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

উল্লেখ্য, গত এশিয়া কাপে দু’দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনার আঁচ ছড়িয়েছিল ক্রিকেটপ্রেমীদের একাংশের মধ্যেও। সুপার ফোরের ম্যাচের শেষ বলে নাসিম শাহ ছয় মেরে পাকিস্তানকে জেতানোর পর কিছু দর্শক স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছিল। প্রাক্তন ক্রিকেটারদের অনেকে জড়িয়ে পড়েন বাগ্‌যুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement