এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে আবার তোপ পিসিবি চেয়ারম্যান নাজমের। ছবি: টুইটার।
পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। এক দিকে পাকিস্তানে দল পাঠাতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অন্য দিকে প্রতিযোগিতা আয়োজনে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কয়েক মাস ধরে চলা এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে ভারতকে খোঁচা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি।
ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ভারতের আশঙ্কা অহেতুক বলে মন্তব্য করেছেন শেঠি। পিসিবি চেয়ারম্যানের বক্তব্য, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও দলের সমস্যা নেই। তা হলে ভারতের এত চিন্তা কেন? তাঁর দাবি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসির অবস্থান স্বচ্ছ হওয়া উচিত। শেঠি বলেছেন, ‘‘আমাদের মধ্যে কিছু জটিলতা রয়েছে। তবু এসিসি বা আইসিসির বৈঠকে সব সময় খোলা মনে যাই আমি। সব সম্ভাবনার কথা মাথায় রাখি। আমাদের উচিত একটা স্বচ্ছ অবস্থান নেওয়া।’’
তিনি আরও বলেছেন, ‘‘এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা অবশ্যই আছে। কারণ সব দলই পাকিস্তানে এসে খেলতে রাজি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও দলের প্রশ্ন নেই। নিরাপত্তা নিয়ে শুধু ভারতের উদ্বেগ রয়েছে। একই ভাবে এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানো নিয়ে আমরাও উদ্বেগ প্রকাশ করতে পারি। আইসিসির আগামী বৈঠকে আমি এই প্রসঙ্গে কথা বলব।’’ মার্চেই আইসিসির সিইও এবং এক্সিকিউটিভ বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে পিসিবি কর্তারা ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি উত্থাপন করতে চান।
বিসিসিআইয়ের অবস্থানের পিছনে অক্রিকেটীয় কারণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি পিসিবি চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘‘ভারতের এই অবস্থান আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা এশিয়া কাপ আয়োজন করতে চাই। এটা শুধু এশিয়া কাপ বা বিশ্বকাপের বিষয় নয়। মনে রাখতে হবে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও হবে পাকিস্তানে।’’
ভারত শেষ পর্যন্ত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে পরবর্তী পদক্ষেপ সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করতে চান পিসিবি চেয়ারম্যান। শেঠি বলেছেন, ‘‘আমি সরকারের কাছে পরামর্শ চেয়েছিলাম। সরকারই আমাদের প্রধান পৃষ্ঠপোষক। তাই এমন পরিস্থিতিতে আমাদের সরকারের কথা শুনে চলতে হবে। সরকার যদি বলে, ভারত এশিয়া কাপে দল না পাঠালেও বিশ্বকাপে দল পাঠাতে হবে, তা হলে আমরা কী করতে পারি? আবার এই পরিস্থিতিতে সরকার দল পাঠাতে না বললে, আমাদের সেটাই শুনতে হবে।’’