ICC ODI World Cup 2023

ভারতের কাছে হারের পরেও বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান, উপায় বাতলে দিলেন জোরে বোলার

বিশ্বকাপে শনিবার ভারতের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। প্রথম দু’টি ম্যাচে জেতার পরে ধাক্কা খেয়েছে তারা। এর পরেও ক্ষমতা রয়েছে ট্রফি জেতার। কী ভাবে সম্ভব?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১৯:২১
Share:

পাকিস্তান দল। ছবি: পিটিআই।

বিশ্বকাপে শনিবার ভারতের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। প্রথম দু’টি ম্যাচে জেতার পরে ধাক্কা খেয়েছে তারা। কিন্তু এখনও ভেঙে পড়ার মতো কিছু হয়নি। বিশ্বকাপ এখনও জেতার মতো ক্ষমতা রয়েছে পাকিস্তানের। তবে তার জন্যে বিশেষ একটি কাজ করতে হবে পাকিস্তানকে। কী সেটি? উপায় বাতলে দিয়েছেন সে দেশের প্রাক্তন পেসার ওয়াহাব রিয়াজ়।

Advertisement

প্রাক্তন পাক পেসারের মতে, বিশ্বকাপ জিততে গেলে আগে বিপক্ষের সব ব্যাটারকে আউট করার লক্ষ্য নিয়ে নামতে হবে পাকিস্তানকে। তিনি বলেছেন, “বিশ্বকাপ জিততে হলে আগে বিপক্ষকে অলআউট করে দাও। আমরা নেদারল্যান্ডস ম্যাচ বাদে এখনও সেটা করতে পারিনি। বাকি দলগুলো সহজেই আমাদের দুর্বলতা বুঝে যাবে। অনায়াসে ৩০০ বা ৩৫০ রান তুলে দেবে। উইকেট নিতে পারলে তবেই প্রতিপক্ষকে অমুক রানে আটকে রাখার চেষ্টা করা উচিত।”

পাকিস্তানের দলেও পরিবর্তনের কথা বলেছেন রিয়াজ়‌। তাঁর কথায়, “শাদাব খান এবং মহম্মদ নওয়াজ়ের একসঙ্গে খেলা উচিত নয়। আমার মতে, এর মধ্যে কারও জায়গায় উসামা মিরকে খেলানো দরকার। পাকিস্তান বরাবরই অলরাউন্ডারদের প্রতি একটু বেশিই কাতর। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে কোনও ম্যাচে পেসারেরা ভাল করতে না পারলে অন্তত একজনকে রাখতে হবে যে দরকার উইকেট নিতে পারে। উইকেট নেওয়ার মতো বোলার আমাদের দলে নেই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement