পাকিস্তান দল। ছবি: পিটিআই।
বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে মঙ্গলবার জিতেছে পাকিস্তান। টানা চার ম্যাচ হারের পর জয় এসেছে। বুধবারই আরও একটি ভাল খবর পেল তারা। ব্যাটিংয়ের পর বোলিংয়েও বিশ্বের এক নম্বর হলেন এক পাকিস্তানি। তিনি শাহিন আফ্রিদি। সাত ধাপ লাফিয়ে তিনি এক নম্বর বোলার হয়ে গেলেন বিশ্বকাপের মাঝেই। ব্যাটিংয়ে শীর্ষস্থানে থেকে গিয়েছেন বাবর আজম। কিন্তু দ্বিতীয় স্থানাধিকারীর থেকে ব্যবধান আরও কমেছে।
অস্ট্রেলিয়ার বোলার জশ হেজলউড ছিলেন এক নম্বরে। তাঁকে সরিয়ে একে উঠে এসেছেন আফ্রিদি। বাংলাদেশ ম্যাচে এক দিনের ক্রিকেটে শততম উইকেট হয়ে গিয়েছে আফ্রিদির। মাত্র ৫১টি ম্যাচে। তৃতীয় দ্রুততম বোলার এবং দ্রুততম পেসার হিসাবে এই কাজ করে দেখিয়েছেন তিনি। এ বারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অ্যাডাম জ়াম্পার সঙ্গে যুগ্ম ভাবে এক নম্বরে রয়েছেন আফ্রিদি। দু’জনেরই রয়েছে ১৬টি করে উইকেট। প্রথম দশে থাকা দুই ভারতীয় বোলার হলেন মহম্মদ সিরাজ (তৃতীয়) এবং কুলদীপ যাদব (সপ্তম)।
ব্যাটারদের তালিকায় একে বাবর। দুইয়ে শুভমন গিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছেন যথাক্রমে পঞ্চম এবং সপ্তম স্থানে। অলরাউন্ডারদের তালিকায় শাকিব আল হাসান সবার আগে। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিলেও নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। হার্দিক পাণ্ড্য প্রথম দশ থেকে ছিটকে গিয়ে রয়েছেন ১১ নম্বরে। রবীন্দ্র জাডেজা ১৩ নম্বরেই রয়েছেন।