অবসর ইংল্যান্ডের ক্রিকেটারের। — ফাইল চিত্র।
বিশ্বকাপের মাঝেই অবসর নিলেন ইংল্যান্ডের বোলার ডেভিড উইলি। বুধবারই সমাজমাধ্যমে অবসরের কথা ঘোষণা করেছেন তিনি। দীর্ঘ বার্তায় জানিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এর পরেই বুটজোড়া তুলে রাখতে চান তিনি। এই বিশ্বকাপে অনেকগুলি ম্যাচেই খেলেছেন তিনি।
২০১৫-য় ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক উইলির। সে বারের বিশ্বকাপের পরেই। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এর পরে অইন মর্গ্যানের নেতৃত্বে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে যে বিপ্লব ঘটেছিল, সেখানে নিয়মিত সদস্য ছিলেন তিনি। এখনও পর্যন্ত ৭০টি এক দিনের ম্যাচে ৯৪টি উইকেট নিয়েছেন। এ বারের বিশ্বকাপে ৩ ম্যাচে ৫ উইকেট রয়েছে। ৪২ রানও করেছেন।
তবে উইলির অবসরের নেপথ্যে অন্য কারণও রয়েছে। বিশ্বকাপের একমাত্র সদস্য হিসাবে ইংল্যান্ডের বার্ষিক চুক্তিতে নেওয়া হয়নি তাঁকে। ২৬ জনের জায়গা হলেও ঠাঁই পাননি উইলি। বোর্ড প্রধান রব কি-র কথাতেও অসন্তুষ্ট হন তিনি। সেই কারণেই অবসর কি না, তা অবশ্য খোলসা করেননি।
সমাজমাধ্যমে একটি পোস্টে উইলি লিখেছেন, “কোনও দিন চাইনি এই দিনটা আসুক। ছোট থেকে ইংল্যান্ডের হয়ে খেলা স্বপ্ন ছিল। অনেক ভাবনাচিন্তার পর, অনেক আক্ষেপ নিয়েই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই জার্সি পরে বরাবর গর্ববোধ করেছি। যখনই মাঠে নেমেছি নিজের সেরাটা দিয়েছি। অসাধারণ একটা দলের অংশ হতে পেরে গর্বিত। অনেক স্মৃতি রয়েছে। সারা জীবনের জন্যে অনেক ভাল বন্ধুকে পেয়ে গিয়েছি।”