মাঠে নামতে উদগ্রীব ছিলেন রিজওয়ান। ছবি: এএফপি
আগের দিন কেটেছিল হাসপাতালে। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার জন্য উদগ্রীব ছিলেন মহম্মদ রিজওয়ান। সমস্ত শরীর খারাপ ভুলে পাকিস্তানের জন্য মাঠে নামতে চাইছিলেন বলেই জানিয়েছেন অধিনায়ক বাবর আজম।
শুক্রবার বাবর বলেন, “দেশের জন্য মাঠে নামতে চাইছিল রিজওয়ান। ও মুখিয়ে ছিল নামার জন্য। সবাই দেখেছে ও কী ভাবে খেলেছে আজ। আমি যখন ওর সঙ্গে কথা বললাম, তখন ওর শরীর ভাল নেই, কিছুটা ঝিমিয়ে ছিল রিজওয়ান। ওর শরীর কেমন আছে জিজ্ঞেস করায় বলল, ‘আমি খেলব।’ ও আজ যে ভাবে খেলল, তা অবাক করে দেওয়ার মতো।”
আইসিইউ-তে ছিলেন রিজওয়ান। ফুসফুসে সমস্যা থাকার কারণে দু’দিন হাসপাতালে থাকতে হয় তাঁকে। অনুশীলনও করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে সব চেয়ে বেশি রান করেন রিজওয়ান। ৫২ বলে ৬৭ রান করেন তিনি। পাকিস্তান ১৭৬ রান তোলে। তবে ম্যাচ জিততে পারেনি তারা।
পাকিস্তান ক্রিকেট দলের চিকিৎসক সোমরু বলেন, “৯ নভেম্বর রিজওয়ানের বুকে সংক্রমণ দেখা যায়। ওকে হাসপাতালে ভর্তি করতে হয়। দু’রাত আইসিইউ-তে কাটাতে হয় ওকে। তবে দুর্দান্ত ভাবে ফিরে আসে রিজওয়ান। ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে ও।”