Sunil Gavaskar

T20 World Cup 2021: সেমিফাইনালে হারলেও বাবর সর্বকালের সেরা হতে পারেন, মত প্রাক্তন ভারত অধিনায়কের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছে পাকিস্তান। তবে তাঁর আগে পাঁচটি ম্যাচেই জিতেছিল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ১৮:৩৯
Share:

বাবর আজম। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছে পাকিস্তান। তবে তাঁর আগে পাঁচটি ম্যাচেই জিতেছিল তারা। এর পিছনে ছিল বাবর আজমের সুযোগ্য নেতৃত্ব এবং অসামান্য ব্যাটিং। এই দেখেই সুনীল গাওস্কর মনে করছেন, সর্বকালের অন্যতম সেরা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে বাবরের।

Advertisement

আমিরশাহির এক সংবাদপত্রে গাওস্কর লিখেছেন, “বাবর যদি নিজের ফিট রাখে, তাহলে ও যে সর্বকালের অন্যতম সেরা হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই। পাকিস্তানেরও অন্যতম সেরা অধিনায়ক হয়ে উঠতে পারে ও। ম্যাচের পরিস্থিতি দারুণ ভাবে বুঝতে পারে ও এবং বোলিং এবং ফিল্ডিং পরিবর্তন বাকিদের থেকে অনেক আলাদা। নিখুঁত কাজ করতে পছন্দ করে বাবর।”

অধিনায়ক হিসেবে বাবর কতটা শান্ত, সেটাও প্রকাশ পেয়েছে গাওস্করের লেখায়, “পাকিস্তানে বরাবরই একাধিক প্রতিভাবান ক্রিকেটার দেখা যায়, ক্রিকেট খেলাটা যাদের কাছে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তবে এখন ওদের মানসিকতাতেও অনেক বদল এসেছে। বাবর খুব ঠান্ডা মাথায় গোটা দলকে নেতৃত্ব দিচ্ছে। দলটাকেও ভাল বুঝতে পারে ও।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement