Australia vs Pakistan

২২ মাস পর এক দিনের ম্যাচ খেলতে নেমে স্মিথকে নকল! কামিন্সের পরের বলেই আউট পাকিস্তানের ব্যাটার

সোমবার সিরিজ়ের প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। এই ম্যাচে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার স্মিথকে নকল করলেও রান পেলেন না পাক ব্যাটার ঘুলাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৯:৫৭
Share:

স্টিভ স্মিথ। —ফাইল চিত্র।

২২ মাস পর এক দিনের ম্যাচ খেলতে নেমেছিলেন পাকিস্তানের ব্যাটার কামরান ঘুলাম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোমবারের ম্যাচ ছিল তাঁর দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক। ব্যাট করার সময় স্টিভ স্মিথকে নকল করেন তিনি। পরের বলেই তাঁকে ফিরে যেতে হল সাজঘরে।

Advertisement

মেলবোর্নে পাকিস্তানের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঘুলাম। রান পাননি তিনি। ৬ বল খেলে ৫ রান করেছেন। ২২ গজে ছিলেন ৫ মিনিট। তার মধ্যেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্মিথকে নকল করে বিতর্কে জড়ালেন তিনি। পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভারে বোলার ছিলেন প্যাট কামিন্স। ওভারের পঞ্চম বলটি রক্ষণাত্মক ভাবে খেলেন ঘুলাম। বল তাঁর ব্যাটে লেগে ফিরে যায় বোলার কামিন্সের হাতে। তার মধ্যেই খুচরো রান নেওয়ার ভান করে দু’পা এগিয়ে আসেন ঘুলাম। একই সঙ্গে ২২ গজের অন্য প্রান্তে থাকা মহম্মদ রিজ়ওয়ানকে ব্যাট তুলে দৌড়তে বারণ করেন। স্মিথ যে ভাবে সতীর্থদের রান না নেওয়ার ইঙ্গিত করেন, ঠিক সে ভাবেই রিজ়ওয়ানকে বারণ করেন ঘুলাম। তা দেখে হেসে ফেলেন কামিন্স।

প্রিয় সতীর্থকে এ ভাবে নকল করা বোধহয় মেনে নিতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। পরের বলেই কামিন্সের হাত থেকে বেরিয়ে আসে বাউন্সার। ২৯ বছরের পাক ব্যাটার সেই বাউন্সার সামলাতে পারেননি। বল তাঁর ব্যাটের হাতলে লেগে চলে যায় জশ ইংলিসের কাছে। ভুল করেননি অস্ট্রেলীয় উইকেটরক্ষক। ৫ রানে আউট হয়ে ফিরে যান ঘুলাম। গোটা ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। স্মিথের মতো বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে নকল করায় ঘুলামের সমালোচনা করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। ক্ষোভের অন্যতম কারণ ঘুলামের ব্যাট হাতে ব্যর্থতাও।

Advertisement

প্রথম এক দিনের ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪৬.৪ ওভারে করে ২০৩ রান। জবাবে ৩৩.৩ ওভারে ২ উইকেটে ২০৪ অস্ট্রেলিয়ার। এই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক হিসাবে প্রথম মাঠে নামেন রিজ়ওয়ান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement