সেমিফাইনালের আগে আশাবাদী বাবর আজম ছবি: টুইটার থেকে।
দুরন্ত ছন্দে রয়েছে দল। টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই জিতেছে পাকিস্তান। ষে দাপটে দল সেমিফাইনালে উঠেছে সেই দাপটই বজায় রাখতে চান পাক অধিনায়ক বাবর আজম। তিনি জানিয়েছেন, শেষ চারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে চান তাঁরা।
স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষে সাক্ষাৎকারে বাবর বলেন, ‘‘আমরা একে অপরের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। দল হিসাবে আমরা খেলছি। তাই এত ধারাবাহিক ভাবে খেলতে পারছি। স্কটল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ভাল খেলতে না পারলেও পরে মহম্মদ হাফিজ ও শোয়েব মালিক ভাল খেলেছে। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে তারা। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সেমিফাইনালেও এ ভাবেই খেলব।’’
স্কটল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ক্রিকেট খেলেছেন শোয়েব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অবশ্য সতর্ক তিনি। শোয়েব বলেন, ‘‘অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। তবে আমরাও তৈরি। দু’দলের কাছেই খুব কঠিন ম্যাচ। তবে এক জন ক্রিকেটার হিসাবে এই ধরনের ম্যাচের জন্য সব সময় তৈরি থাকি।’’
বিপক্ষকে সমীহ করলেও নিজেদের উপরে খুব বেশি চাপ নিতে চান না শোয়েব। তিনি বলেন, ‘‘সেমিফাইনাল হলেও একে আরও একটা ম্যাচ হিসাবে ভাবছি আমরা। এখন থেকেই আমরা পরিকল্পনা তৈরি করছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব রকমের প্রস্তুতি নিয়েই নামব।’’