ICC ODI World Cup 2023

ইডেনে ভারতের ম্যাচের ২,৫০০ টাকার টিকিট বিক্রি ১১ হাজারে, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ১

ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি। তাঁর কাছ থেকে ২০টি টিকিট উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৮:৪৭
Share:

বিশ্বকাপের এই টিকিটগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিজস্ব চিত্র

ক্রিকেট বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি। তাঁর কাছ থেকে ২০টি টিকিট উদ্ধার করেছে পুলিশ। ২,৫০০ টাকার টিকিট তিনি ১১,০০০ টাকায় বিক্রি করছিলেন বলে অভিযোগ।

Advertisement

বিভিন্ন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কলকাতার ৮ নম্বর নেতাজি সুভাষ রোডে গিলেন্ডার হাউস নামের একটি বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। সেখান থেকে অঙ্কিত আগরওয়াল নামের ৩২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউ আলিপুরের বাসিন্দা অঙ্কিতের কাছ থেকে ২০টি টিকিট বাজেয়াপ্ত করেছে পুলিশ। অঙ্কিতকে জেরা করছে পুলিশ। কী ভাবে অতগুলি টিকিট সে পেয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও সে টিকিটের কালোবাজারি করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

ক্রিকেট বিশ্বকাপে টিকিট নিয়ে বিতর্ক বাড়ছে। টিকিট বিক্রি শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই বেশির ভাগ ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। যদিও প্রতিযোগিতা শুরু হওয়ার পর দেখা গিয়েছে, অন্য দল তো বটেই, ভারতের ম্যাচেও মাঠ পুরো ভরছে না। তার পরে অনেক ম্যাচের আগে দ্বিতীয় বা তৃতীয় বার টিকিট বিক্রি হয়েছে। তার মধ্যেই এ বার কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement