(বাঁ দিকে) রবিচন্দ্রন অশ্বিন এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল ছবি।
ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ টেস্টের পর সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট ভাইরাল হয়। খানিকটা বিতর্কও তৈরি হয়। পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে দেখে সমাজমাধ্যমে আবার নিজের বক্তব্যের ব্যাখ্যা করেন তিনি।
সোমবার যশস্বী জয়সওয়াল ব্যাট করার সময় সমাজমাধ্যমে প্রথম বার্তা ভেসে ওঠে অশ্বিনের। তাতে তিনি যা লিখেছিলেন তার অর্থ ‘‘ধ্বংসাবশেষ থেকে সমাধান খুঁজে নেওয়ার মাধ্যমে ভাল নেতাদের চেনা যায়।’’ তার পর সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘আমার প্রথম বার্তাটি যাঁরা ফ্যান ক্লাব চালান তাঁদের জন্য নয়।’’ অশ্বিনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করেন, মেলবোর্নে ভারতীয় দলের ব্যর্থতার জন্য অধিনায়ক রোহিত শর্মাকে খোঁচা দিয়েছেন অশ্বিন। রোহিতের দুর্বল নেতৃত্বের কথা বোঝাতে চেয়েছেন তিনি। কেউ কেউ আবার অশ্বিনের অবসরের বিষয়টিকেও জুড়ে দেন। তাঁর অবসরের জন্য রোহিতের দিকে আঙুল তুলতেও শুরু করেন কেউ কেউ।
পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে বুঝতে পারেন অশ্বিন। সামাল দেওয়ার জন্য তাঁকে আবার সমাজমাধ্যমে বার্তা দিতে হয়। তাতে তিনি লেখেন, ‘‘আজকাল এমন সব অর্থ করা হয়, যেগুলোর সঙ্গে আসল বিষয়ের কোনও সম্পর্ক নেই। আমি চাপের মুখে যশস্বী জয়সওয়ালের লড়াইয়ের কথা বোঝাতে চেয়েছিলাম। দয়া করে শান্তি বজায় রাখুন।’’
অশ্বিন ব্যাখ্যা দেওয়ার পরও তিনি প্রথমে ঠিক কী বোঝাতে চেয়েছিলেন, তা নিয়ে জল্পনা চলতে থাকে। কারণ তাঁর বাবা দাবি করেছিলেন, বার বার অপমানিত হয়েই অবসর নিতে বাধ্য হন অশ্বিন। যদিও অশ্বিন এমন কোনও কথা বলেননি।