Apple CFO Salary

অ্যাপলের শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখ, বেতন জানলে চমকে যাবেন

চিফ ফিন্যান্সশিয়াল অফিসার পদে ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখকে নিয়োগ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। বছরে কয়েক কোটি টাকা বেতন পাবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪৪
Share:

—প্রতীকী ছবি।

ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখকে নতুন চিফ ফিন্যান্সশিয়াল অফিসার (সিএফও) নিয়োগ করেছে অ্যাপল। নতুন বছরের প্রথম দিন (পড়ুন ২০২৫ সালের ১ জানুয়ারি) থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। তাঁকে বছরে ১০ লক্ষ ডলার বেতন দেবে আইফোন নির্মাণকারী সংস্থা। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটি আনুমানিক ৮.৫৭ কোটি বলে জানা গিয়েছে।

Advertisement

২০১৩ সালের জুন মাসে অ্যাপলে যোগ দেন পারেখ। বহুজাতিক সংস্থাটিতে ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। কোম্পানির আর্থিক পরিকল্পনা, মার্কেটিং, সেলস এবং খুচরো বিপণনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির দেখভাল করতেন কেভান। গত বছরের (পড়ুন ২০২৪) ২৭ অগস্ট সিএফও হিসাবে তাঁর নাম ঘোষণা করে স্বয়ং অ্যাপলের সিইও টিম কুক।

অ্যাপলে যোগ দেওয়ার আগে থমসন রয়টার্স এবং জেনারেল মোটরসের মতো সংস্থায় উচ্চ পদে কাজ করেছেন পারেখ। আইফোন নির্মাণকারী সংস্থায় সিএফও হিসাবে লুকা মায়েস্ত্রির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। একটি বিবৃতিতে টিম কুক তাঁর সম্পর্কে বলেছেন, ‘‘এক দশকের বেশি সময় ধরে আর্থিক দিক থেকে অ্যাপলকে নেতৃত্ব দিচ্ছেন কেভান। তিনি আমাদের টিমের একজন অপরিহার্য সদস্য। তাঁর তীক্ষ্ম বুদ্ধি সংস্থাকে আরও সমৃদ্ধশালী হয়ে উঠতে সাহায্য করবে।’’

Advertisement

১৯৭২ সালে জন্ম হওয়া কেভানের কাছে রয়েছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ই়ঞ্জিনিয়ারিংয়ের স্নাতকের ডিগ্রি। এ ছাড়া শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন তিনি। ৫৩ বছর বয়সে অ্যাপলের সিএফওর দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত পারেখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement