Border Gavaskar Trophy

পাকিস্তানের কাছে এক দিনের ক্রিকেটে হার, তবু টেস্ট সিরিজ়ের আগে আশাবাদী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক!

পাকিস্তানের কাছে এক দিনের সিরিজ়ে হার দেখে বিরক্ত পেন। অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট প্রাক্তন অধিনায়ক। তবু আসন্ন টেস্ট সিরিজ় নিয়ে তিনি আশাবাদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৭:২০
Share:

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

ঘরের মাঠে পাকিস্তানের কাছে এক দিনের সিরিজ়ে হারে বিরক্ত হলেও খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেন। আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফির আগের ভারতীয় দলকে এক রকম হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। তাঁর দাবি, এক দিনের ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে বিচার করলে ভুল করবেন রোহিত শর্মারা।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে মূলত তরুণ ক্রিকেটারদের খেলিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট দলের ক্রিকেটারদের বিশ্রাম দিতে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। তবু ২২ বছর পর পাকিস্তানের কাছে হার মেনে নিতে পারছেন না পেন। তিনি বলেছেন, ‘‘বিশ্বচ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্স দেখে হতাশ লাগছে। বলতে পারেন আমি কিছুটা বিরক্ত। সকলে না হলেও বিশ্বজয়ী দলের ছ’সাত জন ক্রিকেটার ছিল দলে। কয়েক জন তরুণকে দেখে নেওয়া হয়েছে। ক্রিকেটারদের সামনে দুটো গুরুত্বপূর্ণ সিরিজ় ছিল। একটা সাদা বলের আর একটা লাল বলের। দুটোর জন্যই প্রস্তুত থাকা উচিত ছিল।’’

এক দিনের সিরিজ়ে পাকিস্তানের কাছে হারের পরও আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে তিনি আশাবাদী পেন। তিনি বলেছেন, ‘‘বিশ্বচ্যাম্পিয়নদের এমন হাল দেখে অনেকে বিস্মিত হতে পারেন। অবিশ্বাস্য লাগতে পারে। সমালোচনা হতে পারে। খেলা দেখে মনে হচ্ছিল না, ওরা বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু আসল বিষয়টা তা নয়। বিশ্বজয়ী দলের অনেকে বিশ্রামে ছিল। টেস্ট সিরিজ়ের আগে ওদের বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বজয়ীরা আসলে টেস্টের প্রস্তুতি নিচ্ছে। তাই এই সিরিজ়ের পারফরম্যান্স দিয়ে সবটা বিচার করলে হবে না।’’

Advertisement

উল্লেখ্য, তৃতীয় এক দিনের ম্যাচে প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডকে খেলায়নি অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলবেন না মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেডও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement