ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে জটিলতা, ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ভাবনা পাক বোর্ডের

বিসিসিআইয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিতেরা যাবেন না, জানার পর ক্ষুব্ধ নকভিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৬:৪৭
Share:

(বাঁ দিকে) বাবর আজ়ম এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মাদের পাকিস্তানে পাঠাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি সরকারি ভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানানোর পর আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা।

Advertisement

পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত আইসিসিকে ই-মেল করে জানিয়েছে বিসিসিআই। তার পরই পিসিবি কর্তাদের বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন আইসিসি কর্তারা। ভারতীয় দলের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে করার পরিকল্পনা করছেন আইসিসি কর্তারা। কিন্তু বিষয়টি এত সহজে মানতে নারাজ পাকিস্তানের ক্রিকেট কর্তারা। তাঁরা ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার কথা ভাবছেন।

কিছু দিন আগে ভারতের খেলতে যাওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছিলেন, গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবেন না। প্রতিযোগিতা আয়োজনের অধিকার হারাতেও রাজি নন তাঁরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের সঙ্গে আইনি লড়াইয়ে নামার কথা ভাবছে পিসিবি। যদিও সরকারি ভাবে পিসিবি কিছু জানায়নি। নকভি শনিবার বলেছিলেন, ‘‘আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কোনও দেশ পাকিস্তানে দল পাঠাতে না চাইলে, লিখিত ভাবে নির্দিষ্ট কারণ জানতে হবে।’’

Advertisement

আগে এক বার বিসিসিআইয়ের বিরুদ্ধে আইনি লড়াই করেছিল পিসিবি। সে বার মুখ পুড়েছিল পাকিস্তানের ক্রিকেট কর্তাদের। ২০১৪ এবং ২০১৫ সালে ভারত দ্বিপাক্ষিক সিরিজ় খেলতে পাকিস্তানে না যাওয়ায়, ২০১৮ সালে আইসিসির ডিসপিউট রেজ়োলিউশন কমিটিতে (ডিআরসি) ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিল পিসিবি। দু’পক্ষের বক্তব্য শোনার পর পাকিস্তানের সেই আবেদন খারিজ করে দিয়েছিল ডিআরসি। একই সঙ্গে আইনি খরচ বাবদ বিসিসিআইকে ২০ লাখ ডলার (প্রায় ১৬ কোটি ৮৭ লাখ টাকা) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পিসিবিকে। ছ’বছর আগে আইনি লড়াইয়ে হারলেও বিসিসিআইয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার কথা বিবেচনা করছেন পাক কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement