নিউ জ়িল্যান্ড ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ়কে ৮ রানে হারিয়ে দিল নিউ জ়িল্যান্ড। ফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে তারা। ২০১০ সালের পর আবার ফাইনালে উঠল নিউ জ়িল্যান্ড। দু’টি দেশের কেউই অতীতে ট্রফি জেতেনি। ফলে এ বারের মহিলা বিশ্বকাপ পাবে নতুন বিজয়ী দল। আগে ব্যাট করে নিউ জ়িল্যান্ডের তোলা ১২৮/৯-এর জবাবে ১২০/৮ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ়।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউ জ়িল্যান্ড। শুরুটা ভালই করে তারা। দুই ওপেনার মিলে প্রথম উইকেটে ৪৮ রান তুলে দেন। ২৬ করে আউট হন সুজি বেটস। আর এক ওপেনার জর্জিয়া প্লিমার ৩৩ করেন। দুই ওপেনার আউট হওয়ার পর নিউ জ়িল্যান্ডের রানের গতি কমে যায়। কোনও ব্যাটারই উইকেটে থিতু হতে পারছিলেন না। অভিজ্ঞ সোফি ডিভাইন ১২ রান করেন। শেষের দিকে ইসাবেলা গেজ়ের অপরাজিত ২০ রান করেন। ৯ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে নিউ জ়িল্যান্ড।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা কখনওই জয়ের মতো পরিস্থিতি তৈরি করেননি। ক্রিজ়ে জমে গিয়েও খারাপ শট খেলে উইকেট হারিয়েছেন। একমাত্র চেষ্টা দেখা যায় দিয়ান্দ্রা ডটিনের মধ্যে। তিনটি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৩ রান করেন। তিনি আউট হতেই নিউ জ়িল্যান্ডের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষের দিকে কিছুটা চেষ্টা করলেও জেতাতে পারেননি আফি ফ্লেচার (অপরাজিত ১৭)। শেষ ওভারে ১৫ রান দরকার হলেও ওয়েস্ট ইন্ডিজ় মাত্র ছ’রান তোলে। হারায় একটি উইকেট। বেটসকে দিয়ে বোলিং করিয়ে ফাটকা খেলার পরিকল্পনা কাজে লেগে যায় নিউ জ়িল্যান্ডের।