ম্যাচের রাশ কিউয়িদের হাতে ছবি: টুইটার
প্রথম টেস্টের ঠিক উল্টো ছবি। বোলারদের পরে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররাও। দ্বিতীয় দিনেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৯৫ রানের বিশাল লিড নিল নিউজিল্যান্ড। তাদের ৬ উইকেটে ৫২১ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১২৬ রানে। পরিস্থিতি এমন তৃতীয় দিনই শেষ হয়ে যেতে পারে খেলা।
প্রথম দিনের পরে দ্বিতীয় দিনেও দেখা গেল নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথামের দুরন্ত ব্যাটিং। প্রথম দিন শতরান করেছিলেন। দ্বিতীয় দিন দ্বিশতরান করলেন। শেষ পর্যন্ত ২৫২ রানে শেষ হল তাঁর ইনিংস। অন্য দিকে প্রথম দিনের শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন ডেভন কনওয়ে। আরও ১০ রান যোগ করে ১০৯ রানে আউট হন তিনি। উইকেটরক্ষক টম ব্লান্ডেল ঝোড়ো ৫৭ রান করেন। ৬ উইকেটে ৫২১ রানে ডিক্লেয়ার দেয় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ইয়াসির আলি ও নুরুল হাসান ছাড়া কোনও ব্যাটার দু’অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ইয়াসির ৫৫ ও নুরুল ৪১ রান করেন। ১২৬ রানে সব উইকেট পড়ে যায়। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ৫, টিম সাউদি ৩ ও কাইল জেমিসন ২ উইকেট নেন।
নিউজিল্যান্ডের অধিনায়ক লাথাম একাই যা রান করেছেন বাংলাদেশের গোটা দল মিলে তার অর্ধেক করেছে। তার ফলে প্রথম ইনিংসেই ম্যাচের রাশ কিউয়িদের হাতে। নিউজিল্যান্ড ফলো অন করালে তৃতীয় দিনের শুরু থেকেও বাংলাদেশকে ব্যাট করতে হবে। এখন দেখার কত ক্ষণ হার বাঁচাতে পারে তারা।